“বিশ্ব আওয়ামী লীগের নিষেধাজ্ঞায় বিলাপ করবে না”—প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “আমি বিশ্বাস করি না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব বিলাপ করবে।” রোববার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য এই নিষেধাজ্ঞা প্রয়োজনীয় ছিল।”
তিনি আরও লেখেন, “আমরা দেখেছি, মানবতাবিরোধী অপরাধ ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করার জন্য পশ্চিমা গণতন্ত্রগুলোতেও কিছু রাজনৈতিক দলকে শুধু কার্যক্রম নয়, পুরোপুরিভাবেই নিষিদ্ধ করা হয়েছে। জার্মানি ও ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি ও ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করেছিল। স্পেন ও বেলজিয়ামেও অবসানমূলক কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দল নিষিদ্ধ করার নজির রয়েছে।”
শফিকুল আলম দাবি করেন, “জাতিসংঘের রিপোর্টে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের নেতৃত্ব, দলীয় কর্মী ও সহযোগী সংগঠনগুলোর সদস্যরা মানবতাবিরোধী জঘন্য অপরাধে জড়িত ছিল। তারা বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ার ভিত্তিকে ধ্বংস করেছে। তাদের অনেকে ব্যাংক লুট ও বিদেশে বিপুল অর্থ পাচারে যুক্ত।”
তিনি বলেন, “গণতান্ত্রিক বিশ্বে কেউই এমন এক খুনি, গণতন্ত্রবিরোধী ও দুর্নীতিগ্রস্ত দলের পক্ষ নেবে না। তাই আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কোনো আন্তর্জাতিক প্রতিকূল প্রতিক্রিয়া আমরা আশা করি না।”
4o