ফিলিস্তিনি সংবাদ প্রচারে বাধা দিচ্ছে ফেসবুক
ইসরায়েল-হামাস যুদ্ধের সময় ফেসবুক ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর কনটেন্টের প্রচারে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ফিলিস্তিনি কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালন করছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর পাঠক সম্পৃক্ততা গাজা যুদ্ধ শুরুর পর থেকে ৭৭ শতাংশ কমে গেছে।
প্যালেস্টাইন টিভির মতো বড় প্ল্যাটফর্মের কনটেন্ট আগের তুলনায় প্রায় ৬০ শতাংশ কম মানুষের কাছে পৌঁছাচ্ছে। বিপরীতে, একই সময়ে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর পাঠক সম্পৃক্ততা ৩৭ শতাংশ বেড়েছে।
মেটার সাবেক কর্মীরা জানিয়েছেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইনস্টাগ্রামের অ্যালগরিদমে পরিবর্তন আনা হয়, যা ফিলিস্তিনি কনটেন্ট মডারেশনে আরও কঠোরতা তৈরি করেছে। মেটা দাবি করেছে, বিদ্বেষমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল।
স্থানীয় ফিলিস্তিনি সাংবাদিকেরা বলছেন, ফেসবুকের এই নিয়ন্ত্রণ যুদ্ধবিধ্বস্ত এলাকার গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।