জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু, শুরু হবে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ
দীর্ঘ প্রায় সাড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকার পর জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ক্যাম্পে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর আগে সকালে বকেয়া বিল এবং প্রি-পেইড মিটার স্থাপনে সম্মতি না দেওয়ার কারণে ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডিপিডিসি।
ডিপিডিসির শ্যামলী কন্ট্রোলের নির্বাহী প্রকৌশলী এ কে আজাদ জানান, ক্যাম্পের বকেয়া বিল পরিশোধ এবং প্রি-পেইড মিটার স্থাপনের বিষয়ে বারবার অনুরোধ করা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে, ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত শওকত সাহেব লিখিতভাবে প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিশ্রুতি দিলে সংযোগ পুনরায় চালু করা হয়।
জানা গেছে, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বকেয়া বিদ্যুৎ বিল প্রায় ১৪০ কোটি টাকা। ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিষয়ে চলমান মামলার রায়ে সরকার পক্ষে সিদ্ধান্ত হওয়ায় বাসিন্দাদের বিল পরিশোধ বাধ্যতামূলক।
ডিপিডিসি জানায়, ১৫-২০ দিন আগে ক্যাম্পের নেতাদের সঙ্গে বৈঠক করে বাণিজ্যিক এবং আবাসিক সংযোগে মিটার স্থাপনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময় পার হলেও কোনো উদ্যোগ না নেওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামীকাল থেকে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ শুরু হবে বলে ডিপিডিসি নিশ্চিত করেছে।