বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:২০

গোসলের পানি ব্যবহারের সীমারেখা তুলে দিলেন ট্রাম্প

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ১২, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
গোসলের পানি ব্যবহারের সীমারেখা তুলে দিলেন ট্রাম্প

গোসলের পানি ব্যবহারের সীমারেখা তুলে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গৃহস্থালী কাজে, বিশেষ করে গোসল, থালা-বাসন ধোয়া, কাপড় কাচা এবং গাড়ি ধোয়ার জন্য পানি ব্যবহারের ওপর আরোপিত সীমারেখা বাতিল করে দিয়েছেন। এই নীতি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেনের সময়ে জারি করা হয়েছিল পানির অপচয় রোধে।

শুক্রবার (১১ এপ্রিল) ওয়াশিংটনের ওভাল অফিসে ট্রাম্প এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, “আমি শাওয়ার নিতে পছন্দ করি। আমার চুলের যত্ন নিতে ভালোবাসি, আর এর জন্য দরকার একটি ভালো শাওয়ার। কিন্তু যখন শাওয়ারে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে আর আমার চুল ভিজতে ১৫ মিনিট লাগে, তখন এটা হাস্যকর মনে হয়।” তিনি আরও বলেন, “হাত ধুতে যদি স্বাভাবিক সময়ের চেয়ে পাঁচগুণ বেশি সময় লাগে, তাহলে কী করবেন? আমরা পানির প্রবাহ উন্মুক্ত করছি, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে।”

এই নীতির পেছনে ইতিহাস রয়েছে। ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় এসে পানির অপচয় কমাতে গৃহস্থালী কাজে পানি ব্যবহার নিয়ন্ত্রণের একটি নির্বাহী আদেশ জারি করেন। এই আদেশে বাসাবাড়ির পাইপলাইনে পানির প্রবাহের গতি সীমিত করা হয়। কারণ, পানির প্রবাহ বেশি হলে অপচয়ের সম্ভাবনা বাড়ে। এই নীতি ১৯৯২ সালের বিদ্যুৎ সাশ্রয় আইনের ভিত্তিতে জারি হয়েছিল, যা পানি ও বিদ্যুৎ—দুটোই সাশ্রয়ের লক্ষ্যে কাজ করে। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের বাসাবাড়িতে প্রতিদিন ব্যবহৃত পানির ২০ শতাংশ শুধু শাওয়ারেই ব্যয় হয়।

২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প ওবামার এই নীতি বাতিল করেছিলেন। কিন্তু ২০২০ সালে জো বাইডেন ক্ষমতায় এসে ওবামার নীতি পুনর্বহাল করেন। এখন দ্বিতীয় মেয়াদে ফিরে এসে ট্রাম্প আবারও এই সীমারেখা তুলে দিয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, “আগের প্রশাসনগুলো সাধারণ গৃহস্থালী কাজকে আমলাতান্ত্রিক জটিলতায় ফেলেছিল। এখন থেকে শাওয়ার বা ট্যাপে আর পানির প্রবাহ দুর্বল থাকবে না।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি