সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ১১:৩০

‘পাঠান টু’ নিয়ে উচ্ছ্বাসে শাহরুখ, চিত্রনাট্যের কাজ শেষ

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
‘পাঠান টু’ নিয়ে উচ্ছ্বাসে শাহরুখ, চিত্রনাট্যের কাজ শেষ

‘পাঠান টু’ নিয়ে উচ্ছ্বাসে শাহরুখ, চিত্রনাট্যের কাজ শেষ

টানা কয়েকটি ব্যর্থ ছবির পর ‘পাঠান’ দিয়েই বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন করেছিলেন শাহরুখ খান। প্রেক্ষাগৃহে ‘জিন্দা হ্যায়’ গান বাজতেই দর্শকের উচ্ছ্বাস যেন বাঁধ ভেঙেছিল। এরপর থেকেই শুরু হয় প্রতীক্ষা— কবে আসবে ‘পাঠান টু’?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবিটির কাজ অনেকটাই এগিয়ে গেছে। ইতোমধ্যে প্রযোজক আদিত্য চোপড়া চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া তৈরি করেছেন, যা দেখে শাহরুখও দারুণ উচ্ছ্বসিত।

২০২৩ সালের মাঝামাঝি থেকেই ‘পাঠান টু’র চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন আদিত্য চোপড়া। নানা দিক বিবেচনা করে প্রথম ছবিকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। এজন্য পুরো সময়জুড়ে শাহরুখের সঙ্গেও নিয়মিত আলোচনা করেছেন।

তবে এখনও নির্ধারিত হয়নি ছবির পরিচালক। আগের ছবি ‘পাঠান’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ, তবে তিনি বর্তমানে ‘কিং’ সিনেমার কাজে ব্যস্ত, যার শুটিং শুরু হবে এপ্রিল মাসে। ফলে ‘পাঠান টু’ কে পরিচালনা করবেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ