রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৪৭

সুশীলগিরি ছেড়ে জিরো টলারেন্স নীতিতে আসুন

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২৭, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ
সুশীলগিরি ছেড়ে জিরো টলারেন্স নীতিতে আসুন

সুশীলগিরি ছেড়ে জিরো টলারেন্স নীতিতে আসুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন, ‘সুশীলগিরি ছেড়ে স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসুন।’ তিনি বলেন, ‘স্বৈরাচারের দোসরদের সব ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচান।’ বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাসে আরও বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর একের পর এক ষড়যন্ত্র হয়েছে।’ ছাত্ররা দীর্ঘদিন ধরে প্রশাসনে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোসরদের অপসারণের দাবি জানিয়ে আসছিল, কিন্তু সরকার সেই দাবি না মানার পরিণতি তারা বুধবার রাতে দেখেছে।

তিনি দাবি করেন, ছাত্ররা মাঠে নেমে বিভিন্ন ষড়যন্ত্র রুখে দিয়েছে এবং স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি লড়াই করছে। হাসনাত আরও বলেন, সুশীলদের আহাজারি সত্ত্বেও ছাত্ররা সরকারের বিভিন্ন ষড়যন্ত্র প্রতিহত করেছে এবং মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘যদি প্রশাসনকে মুক্ত না করেন, তবে ছাত্র-জনতা জানে কীভাবে আওয়ামীমুক্ত করতে হয়।’

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ