রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৫৩

ডিসেম্বরেই নির্বাচন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: ডা. তাহের

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১২, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
ডিসেম্বরেই নির্বাচন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: ডা. তাহের

ডিসেম্বরেই নির্বাচন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা না হলে, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হবে না।” তিনি আরও মন্তব্য করেন, “ক্ষমতার দীর্ঘায়িত করার জন্য কোনো সংস্কার নয়, জনগণের অধিকার ও চাহিদা মেনে চলতে হবে।”

শনিবার (১১ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন ড. তাহের। তিনি বলেন, “সংস্কারের নামে ক্ষমতা ধরে রাখা হলে, জনগণ আর এক মুহূর্তও তা মেনে নেবে না।”

এ সময় রমজান মাসের আগমনের কথা উল্লেখ করে তিনি বলেন, “রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে, যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বাজার ব্যবস্থা স্থিতিশীল থাকে।” তিনি আরো বলেন, “প্রয়োজন হলে সরকার ভর্তুকি প্রদান করে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় কোনো অস্বস্তি সৃষ্টি না হয়।”

ড. তাহের জাতীয় ঐক্যের গুরুত্বও তুলে ধরেন এবং জানান, “এ মুহূর্তে দেশে রাজনৈতিক ঐক্য অপরিহার্য, কারণ ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশ আমাদের কাবু করতে পারবে না।” তিনি বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতকে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “মতপার্থক্য থাকা সত্ত্বেও তা যেন মতবিরোধে রূপান্তরিত না হয়।”

ভারতের সাথে সম্পর্ক বিষয়ে মন্তব্য করে, তিনি বলেন, “আমরা ভারতসহ সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই, তবে ভারত যদি প্রভুত্বের আচরণ করে, আমরা তা মেনে নেব না।”

ড. তাহের জামায়াতের নেতৃত্বের প্রতি তার উদ্বেগও জানালেন। তিনি বলেন, “০৫ আগস্টে যেসব আশা ও আকাঙ্ক্ষা নিয়ে ঘটনাগুলো ঘটেছিল, তা এখন পরিবর্তিত হচ্ছে। এমন পরিবর্তন দেশবাসী চায় না। তিনি সতর্ক করেন, ‘ভূত’দের তাড়ানো না হলে, জনগণ তাদের তাড়িয়ে দেবে।”

কর্মী সম্মেলনে উপস্থিত বিশেষ অতিথিরা জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ছিলেন। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, মো. জাহাঙ্গীর আলম প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য মো. হারুনুর রশিদ ওসমানী।

এছাড়া বক্তব্য রাখেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু নছর আশ্রাফী, জেলা তালীমুল কুরআন বিভাগের হাফেজ মাওলানা মীর হোসাইন, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, ছাত্র শিবিরের জেলা সভাপতি মো. ইব্রাহীম খলিল এবং সদর উপজেলা সভাপতি মো. মহরম আলী।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. কলিম উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাসানাত পাটওয়ারী।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত আরও ৪০

হাসিনাকে নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ

হাসিনাকে নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ

মিয়ানমারকে ১৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ মেহেদির দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ সেরা, দল নির্বাচনে অনিশ্চয়তা বহাল

আসাদুজ্জামান খান হচ্ছেন বাংলাদেশের কসাই: প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মন্তব্য

আসাদুজ্জামান খান হচ্ছেন বাংলাদেশের কসাই: প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মন্তব্য

নতুন ভাইরাস এইচএমপিভি: সতর্ক থাকার উপায়

নতুন ভাইরাস এইচএমপিভি: সতর্ক থাকার উপায়

ইতিহাসের এই দিনে (২ ফেব্রুয়ারি, ২০২৫)

ইতিহাসের এই দিনে (২৫ ডিসেম্বর, ২০২৪)

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৫৩ জন

মেয়র মহিউদ্দিন বাদ, শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রামের উড়ালসড়ক

মেয়র মহিউদ্দিন বাদ, শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রামের উড়ালসড়ক

‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে মাতাবেন রাহাত ফতেহ আলী খান