ব্রিসবেন টেস্টে ভারতের দারুণ প্রত্যাবর্তন: শেষ দিনে জমজমাট লড়াই
ব্রিসবেন টেস্টের চার দিনের মধ্যে ৩৬০ নির্ধারিত ওভারের বদলে খেলা হয়েছে মাত্র ১২৯ ওভার। এর মধ্যেই জমে উঠেছে ম্যাচ। শেষ দিনে ভারতীয় পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের গতিপ্রকৃতি বদলে গেছে। জাসপ্রিত বুমরাহ তিনটি, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ দুটি করে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে চাপে ফেলে দেন।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৮৫ রানের লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে ভারতের পেসারদের সামনে অসহায় ছিল। ৮৯ রানে ৭ উইকেট হারানোর পর অজি অধিনায়ক প্যাট কামিন্স ইনিংস ঘোষণা করেন। ভারতের সামনে ২৭৫ রানের লক্ষ্য রেখে বাকি থাকে ৫৪ ওভার। তবে বৃষ্টির কারণে আসলে কত ওভার খেলা হবে তা নিয়ে প্রশ্ন রয়েই যায়।
প্রথম ইনিংসের সংক্ষিপ্তসার
ভারতের প্রথম ইনিংস ২৬০ রানে শেষ হয়। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছিল ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথের অসাধারণ সেঞ্চুরির সৌজন্যে। ভারতীয় বোলারদের মধ্যে আকাশ দীপ এবং বুমরাহর লড়াইয়ের কারণে ভারত ফলো-অন এড়াতে সক্ষম হয়।
দ্বিতীয় ইনিংসের নাটকীয়তা
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শুরু হয় সতর্কভাবে। তবে বুমরাহর জোড়া আঘাতে উসমান খাওয়াজা ও মার্নাস ল্যাবুশেন দ্রুত ফিরে যান। এরপর আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজও দুর্দান্ত বোলিং করেন। ৩৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ধুঁকতে থাকে।
ট্রাভিস হেড এবং অ্যালেক্স ক্যারির পার্টনারশিপ কিছুটা স্থিতি আনে, তবে সিরাজ এবং বুমরাহর দারুণ বোলিংয়ে ক্যাম্প ধসে পড়ে। অধিনায়ক প্যাট কামিন্স দ্রুত ২২ রান করলেও ইনিংস ঘোষণা করতে বাধ্য হন।
ভারতের সামনে কঠিন লক্ষ্য
শেষ দিনে ভারতের সামনে দাঁড়িয়েছে ২৭৫ রানের লক্ষ্য। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ৮ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ২৬৭ রান। আজই টেস্টের শেষ দিন, এবং ম্যাচের ফলাফল যে কোনো দিকেই যেতে পারে।
এখন দেখার বিষয়, ভারতের ব্যাটাররা শেষ দিনে নিজেদের প্রমাণ করতে পারেন কি না।