রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৯:৪৭

‘গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে ২ মাস সময়

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৭, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ

‘গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে ২ মাস সময়

ছাত্র-জনতার আন্দোলন দমনে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনকে দুই মাস সময় দিয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার এই সময় বেঁধে দিয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গুম কমিশনের তদন্ত প্রতিবেদনের তথ্য ধরেই তদন্ত এগিয়ে চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও গুমের অপরাধের তদন্ত প্রতিবেদন প্রস্তুত করতে দিনরাত কাজ চলছে। তিনি আরও বলেন, বিগত সরকারের মন্ত্রী পরিষদের সদস্যসহ অনেকের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন।

আদালত জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও কীভাবে ওবায়দুল কাদের দেশে অবস্থান করলেন এবং পরে বিদেশে চলে গেলেন, সে বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে হবে।

আসামিদের মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, শেখ ফজলুল করিম সেলিম, ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা রয়েছেন। শেখ হাসিনা গত আগস্টে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং সেখানেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার জন্য গঠিত হলেও এবার ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের অভিযানের প্রেক্ষাপটে এই তদন্ত ও বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ