শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:১১

বাবা-ছেলের টানাপোড়েন নিয়ে মিঠুনের নতুন ছবি ‘সন্তান’

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৪, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ

বাবা-ছেলের টানাপোড়েন নিয়ে মিঠুনের নতুন ছবি ‘সন্তান’

মুক্তির অপেক্ষায় রয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত টালিউড ছবি ‘সন্তান’। বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েনই এই ছবির মূল গল্প। ছবিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী এবং ছেলের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে বাবা-ছেলের দ্বৈরথের কিছু ঝলক।

গত পূজায় মিঠুন অভিনীত ‘শাস্ত্রী’ ছবিটি মুক্তি পায়। তার মাত্র দুই মাসের ব্যবধানে মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘সন্তান’। এই প্রথমবার রাজ চক্রবর্তীর পরিচালনায় বড়পর্দায় দেখা যাবে মিঠুনকে। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে মিঠুন আক্ষেপ প্রকাশ করে বলেন, সময়ের সঙ্গে বয়স্করা একা হয়ে পড়ছে এবং বাবা-মা অনেকের কাছেই বোঝা হয়ে দাঁড়িয়েছে।

ব্যক্তিগত জীবনে মিঠুন চক্রবর্তী আত্মবিশ্বাসী এক পিতা। স্ত্রী যোগিতার সঙ্গে তিন পুত্র (মিমো, উষ্মে, নমশি) এবং দত্তক কন্যা দিশানিকে নিয়ে তার পরিবার। দিশানি সম্পর্কে মিঠুনের বিশেষ আবেগ রয়েছে এবং তিনি তাকে নিজের নয়নের মণ বলে মনে করেন।

সন্তানদের নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত মিঠুন জানান, ছোটবেলা থেকে তাদের মূল্যবোধ শেখানোর চেষ্টা করেছেন। এখনো পারিবারিক যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই মিলে আলোচনা করেন। মিঠুন বলেন, তার সন্তানদের মধ্যে কখনো এমন মনোভাব দেখা যায়নি যে তারা তাকে কিংবা তার স্ত্রীকে অবজ্ঞা করছে। তিনি আশা করেন, এমন দিন কখনো দেখতে হবে না।

মিঠুনের ছেলে-মেয়েরা তাকে খুব আগলে রাখেন। মেজো ছেলে উষ্মে বর্তমানে আমেরিকায় থাকেন, আর দিশানি পড়াশোনার জন্য সেখানেই আছেন। মিঠুন অকপটে স্বীকার করেছেন, তার মেয়ে দিশানি তাকে সবচেয়ে বেশি বকাঝকা করে।

সম্প্রতি একটি দুর্ঘটনায় মিঠুনের হাতে চোট লাগে। দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে গিয়ে অসুস্থ অবস্থায় তাকে দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মিঠুন জানিয়েছেন, তার হাত প্রায় ৭৫% সেরে উঠেছে এবং নিয়মিত ফিজিওথেরাপি চলছে। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

দেরিতে হলেও সরকারের বোধোদয়ে এবি পার্টির স্বস্তি প্রকাশ

ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর সমালোচনা, শুল্ক আরোপের হুঁশিয়ারি

ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর সমালোচনা, শুল্ক আরোপের হুঁশিয়ারি

ট্রাম্পের ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা

ট্রাম্পের ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা

শেখ মুজিবুর রহমানের ছবি ব্যতীত নোট মিলবে ঈদুল আজহায়

শেখ মুজিবুর রহমানের ছবি ব্যতীত নোট মিলবে ঈদুল আজহায়

জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবারও রাজপথে নামবে: মির্জা ফখরুল

জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবারও রাজপথে নামবে: মির্জা ফখরুল

দাদিকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা তারেককন্যা জাইমা

দাদিকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা তারেককন্যা জাইমা

কাভারার ঝলকে মার্তিনেজের প্রতিরোধ ভাঙল, প্রথম লেগে এগিয়ে পিএসজি

কাভারার ঝলকে মার্তিনেজের প্রতিরোধ ভাঙল, প্রথম লেগে এগিয়ে পিএসজি

দলের লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন ও বিদেশি শাখা নিষিদ্ধের সুপারিশ

দলের লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন ও বিদেশি শাখা নিষিদ্ধের সুপারিশ

ইতিহাসের এই দিনে (১৯ এপ্রিল, ২০২৫)

ইতিহাসের এই দিনে (৬ জানুয়ারি, ২০২৫)

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার