বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৬:০৮

রমজানে ভোজ্য তেলের দাম কমাতে কর ও ভ্যাট অব্যাহতি

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৭, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

রমজানে ভোজ্য তেলের দাম কমাতে কর ও ভ্যাট অব্যাহতি

রমজান মাসে ভোজ্যতেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে সয়াবিন, পাম, সানফ্লাওয়ার এবং ক্যানোলা তেলের ওপর ভ্যাট ও শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোজ্যতেলের স্থানীয় বিক্রয়ে ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে, যা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে এসব পণ্যের ওপর আর কোনো শুল্ক বা কর থাকবে না।

পূর্ববর্তী প্রজ্ঞাপনের মেয়াদ ১৫ ডিসেম্বর পর্যন্ত ছিল। এবার নতুন সিদ্ধান্তে সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলও অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব তেলের আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, অগ্রিম কর এবং অগ্রিম আয়করও পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, ভ্যাট ও শুল্ক হ্রাসের ফলে আমদানি খরচ লিটারপ্রতি ৪০-৫০ টাকা পর্যন্ত কমতে পারে। এতে বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ ভোক্তাদের জন্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

রমজান মাসের বাড়তি চাহিদা মেটাতে এবং আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এনবিআর আশা প্রকাশ করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি