জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধ করবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে জন্ম নিলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার নিয়ম বন্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে আসা কাগজপত্রহীন কিছু অভিবাসীদের সহায়তায় ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি
রোববার এনবিসি’র মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। গত নভেম্বরের নির্বাচনে জয়ের পর এটি তার প্রথম টেলিভিশন সাক্ষাৎকার। এতে ট্রাম্প জানিয়েছেন, অভিবাসন, জ্বালানি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার পরই নির্বাহী আদেশ জারি করবেন।
জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে ট্রাম্প বলেন, এই প্রক্রিয়া বাতিলের জন্য তিনি নির্বাহী আদেশ দেবেন। যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে এই বিধান কার্যকর রয়েছে, যা বলে, “যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক।” তবে ট্রাম্প মন্তব্য করেন, “এই নিয়ম বদলাতে হবে।”
অভিবাসন ইস্যুতে তিনি কাগজপত্রহীন অভিবাসীদের তাদের পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন।
ট্রাম্প ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমার প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি বলেছেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই সংশ্লিষ্ট মামলাগুলো পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত নেবেন।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশনে হামলার প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনায় অভিযুক্ত কয়েক শ’ ব্যক্তির জন্য বিশেষ ক্ষমা বিবেচনা করবেন।
ইউক্রেইন প্রসঙ্গে তিনি কিয়েভের প্রতি সহায়তা কমানোর ইঙ্গিত দিয়ে বলেছেন, বিষয়টি তার প্রশাসনের নীতিতে পুনর্মূল্যায়ন করা হবে।