শুক্রবার, ২৩শে মে, ২০২৫| রাত ১১:১০

কাশ্মিরে ৫৭ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা, থমথমে উপত্যকা জুড়ে উদ্বেগ

প্রতিবেদক
staffreporter
মে ২৩, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
কাশ্মিরে ৫৭ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা, থমথমে উপত্যকা জুড়ে উদ্বেগ

কাশ্মিরে ৫৭ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা, থমথমে উপত্যকা জুড়ে উদ্বেগ

গত এক মাস ধরে অস্থিরতা ও উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে জম্মু ও কাশ্মির। ২২ এপ্রিল পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটেনি এখনও, তারই মাঝে উপত্যকা এবার সাক্ষী থাকল ৫৭ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার। গত ২২ মে (বৃহস্পতিবার) কাশ্মিরে রেকর্ড করা হয় ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা বিগত কয়েক দশকের মধ্যে অন্যতম উষ্ণতম দিন হিসেবে চিহ্নিত হয়েছে।

কাশ্মিরের আবহাওয়া দফতর জানায়, এর আগে এমন উচ্চ তাপমাত্রা দেখা গিয়েছিল ১৯৬৮ সালের ২৪ মে, যখন পারদ উঠেছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া ১৯৫৬ সালের ৩১ মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। এবারে ২০২৫ সালে এসে আবারও ৩০ ডিগ্রির ঘর পার করল কাশ্মিরের আবহাওয়া, যা উপত্যকার জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করেছে।

দক্ষিণ কাশ্মিরের কোকেরনাগ এলাকাতেও রেকর্ড তাপমাত্রা লক্ষ্য করা গেছে। গতকাল এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা ২০০১ সালের ১৫ মে-র রেকর্ডকেও ছাড়িয়ে গেছে; ওই সময় তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। এ পরিস্থিতিতে সেখানকার স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

এদিকে পেহেলগামের হামলার এক মাস পার হয়ে গেলেও কাশ্মিরের পরিস্থিতি এখনও থমথমে। নিরাপত্তা হুমকি ও রাজনৈতিক অস্থিরতার কারণে উপত্যকায় পর্যটকদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে, যা স্থানীয় পর্যটনখাতে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। এই সঙ্কটের মধ্যে হঠাৎ এমন ভয়াবহ গরম জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি