বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫| সকাল ১০:২৯

জ্যামাইকা টেস্টের প্রথম দিনে সাদমানের লড়াই, সমতায় দুই দল

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১, ২০২৪ ৬:৫১ পূর্বাহ্ণ
জ্যামাইকা টেস্টের প্রথম দিনে সাদমানের লড়াই, সমতায় দুই দল

জ্যামাইকা টেস্টের প্রথম দিনে সাদমানের লড়াই, সমতায় দুই দল

জ্যামাইকা টেস্টের প্রথম দিন শেষ হয়েছে বাংলাদেশের জন্য মিশ্র অনুভূতি নিয়ে। ৩০ ওভারের খেলা শেষে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে তুলেছে ৬৯ রান। মুমিনুল হকের শূন্য রানে আউট হয়ে রেকর্ডবুকে নাম লেখানোর দিনটিতে সাদমান ইসলামের অপরাজিত ফিফটি বাংলাদেশকে কিছুটা হলেও লড়াইয়ে রেখেছে।

দিনের শুরুতে মাহমুদুল হাসান জয় (৩) ও মুমিনুল হকের (০) দ্রুত বিদায়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। কিমার রোচের বোলিংয়ে মুমিনুলের উইকেটটি ছিল তার বাংলাদেশের বিপক্ষে ৫০তম, যা তাকে প্রথম পেসার হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে সাহায্য করেছে। তবে এরপর সাদমান ইসলাম ও শাহাদাত হোসেনের ব্যাটিং দৃঢ়তায় দিন শেষে কিছুটা স্বস্তি পেয়েছে সফরকারীরা।

দুইবার জীবন পেয়েও সাদমান ৫০ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। তার ১০০ বলের ইনিংসে ছিল বেশ কিছু সুন্দর শট, যার মধ্যে কাভেম হজের বলটিকে ছক্কায় পরিণত করা ছিল বিশেষ উল্লেখযোগ্য—এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ছক্কা। অন্যদিকে, শাহাদাতও একবার জীবন পান এবং ৬৩ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।

তিনটি সহজ ক্যাচ হাতছাড়া করায় ওয়েস্ট ইন্ডিজের দিনটি আরও ভালো হতে পারত। সাদমান ও শাহাদাত দুজনেই সুযোগ পেয়েছেন, তবে ফিল্ডিংয়ের দুর্বলতায় সেই সুযোগগুলো কাজে লাগানো সম্ভব হয়নি।

দিন শেষে কিমার রোচ বলেছেন, “উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল রাখলে ফলাফল পাওয়া সম্ভব। তবে দিনটি মোটামুটি সমানে সমান ছিল, দুই উইকেট নিতে পারায় আমরা খুশি।”

উল্লেখ্য, টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের শুরুতে বিপর্যয়ের ইঙ্গিত ছিল। কিন্তু সাদমানের দৃঢ়তায় কিছুটা হলেও স্বস্তি এসেছে। পরের দিন বাংলাদেশকে আরও ভালোভাবে শুরু করতে হবে, কারণ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে এখনও অনেক কিছু করার বাকি।

জ্যামাইকা টেস্টের প্রথম দিনে সাদমানের লড়াই, সমতায় দুই দল.webp

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি