বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫| ভোর ৫:২৭

১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, ধানমন্ডির মাহবুব ভবনে প্রস্তুত বাসস্থান

প্রতিবেদক
staffreporter
মে ৫, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, ধানমন্ডির মাহবুব ভবনে প্রস্তুত বাসস্থান

১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, ধানমন্ডির মাহবুব ভবনে প্রস্তুত বাসস্থান

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন। ঢাকায় অবস্থানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির মাহবুব ভবন, যেখানে তার পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত এই বাড়িটি সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন হিসেবে পরিচিত। বর্তমানে সেখানে থাকেন জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহীনা জামান এবং তার পরিবার। জোবাইদা রহমান এই বাসায় উঠবেন বলে ভবনের নিরাপত্তা ও সাজসজ্জা ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন জানিয়েছেন, মাহবুব ভবনের চারপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে জেনারেটর, পানি-গ্যাস-বিদ্যুৎ সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়াও বিএনপির নিরাপত্তা বাহিনী সিএসএফ এবং পুলিশের নির্দিষ্ট সদস্যরাও এই দায়িত্বে থাকবেন। তিনি জানান, তাদের চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন যেন প্রতিবেশীদের কোনো বিরক্তি না হয়—এই বিষয়টি বিবেচনায় রেখেই পুরো নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।

২০০৮ সালে এক-এগারো সরকারের সময় তারেক রহমানের সঙ্গে দেশ ত্যাগ করেন জোবাইদা রহমান এবং তাদের একমাত্র মেয়ে জায়মা। এরপর আওয়ামী লীগ সরকারের সময়ে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তারেক রহমান, জোবাইদা রহমান এবং তার মায়ের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলা দায়ের করে। এই মামলায় জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করে আদালত। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয়ে যায়।

জোবাইদা রহমানের শৈশব ও শিক্ষাজীবন কেটেছে সিলেট ও ঢাকায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে শিক্ষা ছুটিতে লন্ডনে গিয়ে পরে ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি অর্জন করেন। শেখ হাসিনার সরকার পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করে।

জানা গেছে, জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিতে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার পুলিশ মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়ে গানম্যান, পুলিশ প্রটেকশন, বাসায় পুলিশ পাহারা এবং আর্চওয়ে বসানোর দাবি জানিয়েছেন। ইতোমধ্যেই পুলিশের নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা মাহবুব ভবন পরিদর্শন করে করণীয় নির্ধারণ করেছেন।

জোবাইদা রহমানের জন্য আলাদা গাড়ি ও তার নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের জন্য যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন রুম্মন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত