যেসব পেশা এআই দখল করতে পারবে না
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের দৈনন্দিন কাজে অসাধারণ ভূমিকা রাখছে। রান্নার রেসিপি দেওয়া, চাকরির সিভি তৈরি করা কিংবা রোবট দিয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করার মতো অসংখ্য ক্ষেত্রে এআই এখন সফল। এমনকি নিউজ উপস্থাপনা এবং স্কুলের পাঠদানেও এর ব্যবহার শুরু হয়েছে।
তবে, এআইয়ের এই দ্রুত বিকাশ মানুষের পেশা হারানোর আশঙ্কা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে এটি বিশ্বব্যাপী বেকারত্ব বাড়াবে। কিন্তু গুগলের মতে, সব ক্ষেত্রে এআই মানুষের জায়গা নিতে পারবে না। কোডিংয়ের মতো ক্ষেত্রগুলোতে এখনো মানুষের দক্ষতা অপরিহার্য।
সম্প্রতি গুগলের নিউ ইয়র্ক অফিসে এক সাক্ষাৎকারে গুগলের কর্মকর্তা মাতিয়াস বলেন, কোডিং শিখতে শৃঙ্খলাবদ্ধ অধ্যয়ন প্রয়োজন, যা এআই এখনো আয়ত্ত করতে পারেনি। যদিও এআই প্রাথমিক কোডিং কাজ করতে পারে, চূড়ান্ত যাচাই ও সংশোধনের জন্য এখনো মানুষের ওপর নির্ভর করতে হয়।
বর্তমানে এআই কোড লিখতে পারলেও এর সঠিকতা যাচাই এবং প্রয়োজনীয় সম্পাদনার দায়িত্ব মানুষেরই। ফলে, কোডিংয়ের জটিল এবং সৃজনশীল কাজগুলো এআই এখনো করতে পারছে না। তবে, এআই প্রাথমিক কাজগুলো করার ফলে জুনিয়র ডেভেলপাররা কিছুটা চাপে পড়েছেন।
এআই নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও, এই প্রযুক্তি এখনো মানুষের জায়গা পুরোপুরি নিতে সক্ষম নয়। কোডিংসহ এমন অনেক ক্ষেত্রেই মানুষের দক্ষতা এবং অভিজ্ঞতা এখনো অপরিহার্য।