নীল নয়, এবার থেকে উইন্ডোজে ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ হবে সবুজ
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ বা বিখ্যাত নীল পর্দা এক আতঙ্কের নাম। কাজের মাঝখানে হঠাৎ স্ক্রিন নীল হয়ে যাওয়া মানেই বড় ধরনের কোনো ত্রুটি। তবে এবার এই আতঙ্কের রঙ বদলে দিতে যাচ্ছে মাইক্রোসফট।
জানা গেছে, উইন্ডোজ ১১-এ এখন থেকে ত্রুটি দেখা দিলে স্ক্রিন নীল নয়, সবুজ রঙে রূপ নেবে। মাইক্রোসফট বলছে, সবুজ স্ক্রিন ব্যবহারকারীদের মনে কম আতঙ্ক তৈরি করবে এবং তারা দ্রুত স্বাভাবিক কাজের ছন্দে ফিরতে পারবেন। এর ফলে উৎপাদনশীলতাও বাড়বে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
শুধু সবুজ নয়, ভবিষ্যতে কালো রঙের স্ক্রিনের কথাও বিবেচনা করছে মাইক্রোসফট। যদিও কালো রঙের ‘এরর স্ক্রিন’ দীর্ঘদিনের চেনা ‘ব্লু স্ক্রিন’ ব্র্যান্ডিং থেকে আলাদা, তবুও আধুনিক উইন্ডোজ ইন্টারফেসের সরল ও নান্দনিক ডিজাইনের সঙ্গে এটি আরও ভালোভাবে মানিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, উইন্ডোজের ত্রুটি বার্তাতেও পরিবর্তন আসছে। আগে স্ক্রিনে দুঃখী মুখের ইমোজি বা কিউআর কোড দেখা যেত, কিন্তু এখন সেসব আর দেখানো হবে না। এর পরিবর্তে থাকবে সহজ, সরল বার্তা—‘আপনার ডিভাইসে সমস্যা হয়েছে। এটি রিস্টার্ট করা প্রয়োজন।’
মাইক্রোসফটের মতে, এর ফলে ব্যবহারকারীদের মাঝে অপ্রয়োজনীয় বিভ্রান্তি বা আতঙ্ক কমবে এবং তারা দ্রুত সমস্যার সমাধানে মনোযোগ দিতে পারবেন।