আমদানি বিল পরিশোধে শিথিলতা, ত্রুটি থাকা সত্ত্বেও মিলবে অর্থ পরিশোধের সুযোগ
আমদানি মূল্য পরিশোধে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যৌক্তিক ত্রুটি থাকলে ত্রুটিপূর্ণ আমদানি বিলের বিপরীতেও অর্থ পরিশোধ করা যাবে। এতে করে বিদেশি সরবরাহকারীদের অর্থ পেতে আর বিলম্ব হবে না বলে আশা করছেন ব্যবসায়ীরা।
রবিবার (২০ এপ্রিল) জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমদানিকারকদের সম্মতিতে যৌক্তিক ত্রুটিসম্পন্ন বিল গ্রহণ করতে পারবে ব্যাংকগুলো। যদি পণ্যের ধরনে কোনও পরিবর্তন না থাকে, তবে সেই বিলের বিপরীতেও মূল্য পরিশোধের সুযোগ থাকবে।
এছাড়া সার্কুলারে ব্যাংকগুলোকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে ডেলিভারি অর্ডার ইস্যুর ক্ষেত্রে। বলা হয়েছে, বিল-সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট যাচাই করে নিশ্চিত হতে হবে তাতে কোনো গুরুতর ভুল বা অনিয়ম রয়েছে কি না।
এর আগে শুধুমাত্র কাস্টমস থেকে পণ্য খালাসের পর ‘বিল অব এন্ট্রি’ দাখিলের ভিত্তিতে ত্রুটিপূর্ণ বিলের বিপরীতে মূল্য পরিশোধের অনুমতি ছিল। এতে সময়ক্ষেপণের কারণে অনেক ক্ষেত্রে পণ্য ছাড়তে দেরি হতো এবং বিদেশি সরবরাহকারীদের অর্থ পেতে অপেক্ষা করতে হতো।
নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে, নির্দেশনার ফলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় আস্থা বাড়বে, আমদানি খরচও কমে আসবে। কারণ এতে কনফারমেশন চার্জ ও আমদানি ঋণের সুদের হার কমার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকরাও মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ আমদানি কার্যক্রমকে আরও সহজতর করবে এবং বৈদেশিক বাণিজ্যে আস্থা ও স্বচ্ছতা বাড়াবে।