রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫| রাত ১০:২১

নির্বাচনের ঘোষণা না এলে পালাতে হবে এ সরকারকেও: হুঁশিয়ারি অলি আহমদের

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ২০, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
হুঁশিয়ারি অলি আহমদের

নির্বাচনের ঘোষণা না এলে পালাতে হবে এ সরকারকেও: হুঁশিয়ারি অলি আহমদের

“যথাসময়ে নির্বাচনের ঘোষণা না এলে এই সরকারকেও পালাতে হবে” এমনই হুঁশিয়ারি উচ্চারণ করলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) অলি আহমদ।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীতে এলডিপির এক গণযোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অলি আহমদ বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে দেশের জনগণের সঙ্গে নাটক করছে। নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করলে, এই সরকারকেও আওয়ামী লীগের মতোই শেষ পর্যন্ত পালিয়ে যেতে হবে।”
তিনি আরও দাবি করেন, গত কয়েক মাসের গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় স্পষ্ট যে, জনগণ এই সরকারের প্রতি আস্থা হারিয়েছে। অথচ ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের উপদেষ্টারা ‘অর্থনৈতিক অগ্রগতি’, ‘বিদেশি বিনিয়োগ’ ইত্যাদি নিয়ে যে ধরনের আশাবাদী বক্তব্য দিচ্ছেন, বাস্তবে তার সঙ্গে দেশের অবস্থা ও জনজীবনের কোনো মিল নেই।
“ঐক্য ছাড়া মুক্তি নেই”— বললেন অলি আহমদ
দেশকে চলমান অস্থিরতা থেকে বের করে আনতে হলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মত দিয়েছেন এলডিপি সভাপতি। তাঁর ভাষায়, “যদি সব রাজনৈতিক দল এক না হয়, যদি জাতীয় ঐকমত্য না হয়, তাহলে এই তথাকথিত সংস্কার প্রক্রিয়া শুধু সময়ক্ষেপণ আর নাটকেই পরিণত হবে।”
তিনি মনে করিয়ে দেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে—সংবিধান, ভোট বা সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করা গেলে তার পরিণতি ভালো হয় না।
এলডিপি মহাসচিবের অভিযোগ
এই সভায় দলের মহাসচিব ড. রিদওয়ান আহমেদও সরব ছিলেন অন্তর্বর্তী সরকারের সমালোচনায়। তিনি বলেন, “জুলাই আন্দোলনের কৃতিত্ব এখন যারা নিজের করে নিতে চাইছে, তারাই আজ দেশকে আবার বৈষম্যের দিকে ঠেলে দিচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনের কথা বলে আজ জনগণের মধ্যে দ্বন্দ্ব আর হতাশা তৈরি করা হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, “গত ৮ মাসে সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। নিত্যপণ্যের দাম থেকে শুরু করে আইনশৃঙ্খলা—সব কিছুই এখন নিয়ন্ত্রণহীন। আর তার মধ্যেই চলছে মিথ্যা আশ্বাস আর প্রহসন।”
শেষ কথা
অলি আহমদের বক্তব্যে এক ধরনের রাজনৈতিক রূঢ় সতর্কবার্তা ফুটে উঠেছে। নির্বাচন না হলে কী হবে? সরকার পালাবে? নাকি আবার রাজপথে রক্ত বইবে?— প্রশ্নটা এখন সাধারণ মানুষের মাঝেও ঘুরপাক খাচ্ছে। সময়ই বলে দেবে, এই হুঁশিয়ারি কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি সত্যিই সামনে অপেক্ষা করছে আরেকটি উত্তাল সময়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি