রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:০৬

অমিত শাহকে ‘হনুমান’ বলায় সমালোচনার মুখে বরুণ ধাওয়ান

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৮, ২০২৪ ১১:২০ পূর্বাহ্ণ

অমিত শাহকে ‘হনুমান’ বলায় সমালোচনার মুখে বরুণ ধাওয়ান

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘হনুমান’ আখ্যা দেওয়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে সমালোচনা। বরুণের এই মন্তব্যে আপত্তি জানিয়ে অনেকেই তাকে ‘সুযোগসন্ধানী’ হিসেবে অভিহিত করেছেন। অনেকে মনে করছেন, নিজের আসন্ন সিনেমা ‘বেবি জন’-এর প্রচারের জন্যই তিনি এমন মন্তব্য করেছেন।

বরুণ এই সমালোচনার জবাবে বলেন, “যার যা বলার বলুক। আমি রাজনীতির লোক নই। যখন আমার কিছু খারাপ লাগবে, খোলাখুলি বলে দেব।”

সম্প্রতি ছবির প্রচারণার এক আলোচনায় অংশ নেন বরুণ ও অমিত শাহ। সেখানে রাম ও রাবণের প্রসঙ্গ উঠলে বরুণ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য সম্পর্কে জানতে চান। জবাবে অমিত শাহ বলেন, “রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী কাজ করেন, আর রাবণ নিজের স্বার্থে।”

অমিত শাহের এই উত্তরে মুগ্ধ হয়ে বরুণ বলেন, “মানুষ আপনাকে রাজনীতির চাণক্য বলে। কিন্তু আমি বলব, আসলে আপনি দেশের হনুমান। কারণ আপনি নিঃস্বার্থভাবে দেশের সেবা করেন।”

বরুণের এই বক্তব্যের পর অনেকে তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এবং মন্তব্য করেছেন, এটি হয়তো তার সিনেমার প্রচারণার একটি কৌশল।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত