গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৩, আহত ৭৭
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪৩ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৭৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চালানো এ হামলার তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আইডিএফ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে। শুক্রবারের হামলা শেষে এই দেড় বছরের অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪১৮ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯১ জন। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৫৬ শতাংশ।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। সেই ঘটনার পর থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। পরে আন্তর্জাতিক চাপের মুখে ২০২৪ সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করলেও, হামাসের সঙ্গে বন্দি বিনিময় ইস্যুতে মতানৈক্যের কারণে ১৮ মার্চ থেকে পুনরায় অভিযান শুরু হয়।
দ্বিতীয় দফার এই হামলায় ইতোমধ্যে ২ হাজার ৩ শতাধিক ফিলিস্তিনি নিহত এবং ছয় হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
হামাসের হাতে থাকা ২৫১ জন জিম্মির মধ্যে বর্তমানে প্রায় ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযান চালিয়েই তাদের উদ্ধার করা হবে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে। ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও দায়ের হয়েছে।
সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি