রাজেশ খট্টরের চোখে শাহরুখ খান: বদলায়নি বিনয় আর আন্তরিকতা
অমিতাভ বচ্চনের পর বলিউডে এমন খুব কম তারকা এসেছেন, যাদের নিয়ে সবসময় শুধু প্রশংসাই শোনা যায়। ৫৯ বছর বয়স পার করেও শাহরুখ খান এখনও ভারতের অন্যতম বড় সুপারস্টার। শুধু অভিনয়ই নয়, তার বিনয়, আন্তরিকতা ও মানবিক আচরণ বহু সহকর্মীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা রাজেশ খট্টর।
‘ফ্রাইডে টকিজ’-এর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কলেজজীবনের স্মৃতিচারণা করতে গিয়ে রাজেশ জানান, দিল্লির এক কলেজে পড়ার সময় থেকেই শাহরুখের সঙ্গে তার পরিচয়। সেই সময় থেকেই দু’জনেই থিয়েটারে যুক্ত ছিলেন এবং একাধিক হিন্দি-শিখ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। রাজেশ বলেন, “ও তখন যেমন মাটির মানুষ ছিল, আজও ঠিক তেমনই। খুবই বাস্তববাদী, সহজ-সরল স্বভাবের।”
২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ডন’ ছবিতে একসঙ্গে কাজ করার সুযোগ পান রাজেশ খট্টর। তবে তাদের পরিচয় শুরু হয়েছিল আরও আগে, ১৯৯৫ সালের ‘জমানা দিওয়ানা’ ছবির শুটিং সেটে। কারণ, রাজেশের তৎকালীন স্ত্রী নীলিমা আজিম ছিলেন ছবিটির অভিনেত্রী। সময়ের সঙ্গে দেখা-সাক্ষাৎ কমে গেলেও শাহরুখের ব্যবহারে কোনো পরিবর্তন আসেনি বলেই জানান রাজেশ।
তিনি বলেন, “শাহরুখ একজন অসাধারণ মানুষ। সে যেমন ছিল, আজও ঠিক তেমন। তারকা হিসেবে যত বড়ই হোক, ব্যবহার কখনও বদলায়নি। এখনো আগ্রহ নিয়ে কথা বলে, আগেও যেভাবে করত। এমন স্বচ্ছ, সংবেদনশীল ব্যবহার আমার খুবই ভালো লাগে।”
শুধু রাজেশ খট্টর নন, শাহরুখের স্কুলজীবনের বন্ধু ও জনপ্রিয় গায়ক পালাশ সেনও এক সাক্ষাৎকারে জানান, অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্তে তারা অবাক হয়েছিলেন। তবে তিনি বিশ্বাস করেন, “শাহরুখ যেকোনো ক্ষেত্রেই সাফল্য অর্জন করত। আমি জীবনে এত বুদ্ধিমান মানুষ খুব কম দেখেছি।”
সহকর্মী ও পুরোনো বন্ধুদের চোখে শাহরুখ যে শুধুই তারকা নন, এক অনন্য মানুষ — সেই কথাই আবারও প্রমাণিত হলো।