ফ্যাসিবাদকে পুনর্বাসনের প্রচেষ্টা বরদাশত করা হবে না: জামায়াত সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “নতুন বাংলাদেশে ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো প্রচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।” শুক্রবার সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।
গোলাম পরওয়ার বলেন, “এদেশের মানুষ আর কোনো স্বৈরাচারের মুখ দেখতে চায় না। দীর্ঘদিনের জুলুম আর অত্যাচারের পর তারা এখন মুক্তির স্বাদ পেয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এখন দরকার সৎ, যোগ্য আর দেশপ্রেমিক মানুষ। জামায়াতে ইসলামী ঠিক এমন মানুষ তৈরির কাজ করে যাচ্ছে। আমরা চাই, এই দেশে আর কখনো ফ্যাসিবাদের কালো ছায়া না পড়ে।”
তিনি বিগত সরকারের সমালোচনায় তীব্র হয়ে বলেন, “আগের সরকার উন্নয়নের নামে দেশের টাকা বিদেশে পাচার করেছে। অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। চেতনার নামে জাতিকে দুই ভাগে ভাগ করে ঐক্য আর উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে। এই ধরনের বিভাজন আর দুর্নীতির দিন শেষ হয়েছে। এখন সময় এসেছে একটি নতুন শুরুর।”
জামায়াত সেক্রেটারি জোর দিয়ে বলেন, “দেশে প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি। বিগত জালিম সরকারের আমলে আমরা অনেক ক্ষতি সহ্য করেছি। ১১ জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি। ৫০০-এর বেশি মানুষ পঙ্গু হয়ে গেছে। হাজার হাজার মানুষ হামলা-মামলার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। গত বছর ১ আগস্ট আমাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু মাত্র ৪ দিন পরই আল্লাহর বিচার এসেছে। জুলাইয়ের বিপ্লবে ছাত্রদের সঙ্গে আমরাও রাস্তায় ছিলাম। জালিমের মাথা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”
ঈদের আনন্দ নিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন পর আমরা উন্মুক্তভাবে ঈদ উদযাপন করতে পারছি। এবারের ঈদে বাংলাদেশের মানুষের মনে অসীম খুশি। এই পুনর্মিলনী অনুষ্ঠান ভ্রাতৃত্ববোধ বাড়ায়, সমাজে সম্প্রীতির বার্তা ছড়ায়। আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত জামায়াত নেতাকর্মীরা গোলাম পরওয়ারের বক্তব্যে উজ্জীবিত হন। একজন কর্মী বলেন, “আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। এখন সময় এসেছে সততা আর ন্যায়ের পথে দেশকে এগিয়ে নেওয়ার।” আরেকজন বলেন, “ফ্যাসিবাদের দিন শেষ। আমরা আর পিছনে ফিরতে চাই না।”
গোলাম পরওয়ারের বক্তব্যে জুলাই বিপ্লবের কথা উঠে এসেছে বারবার। তিনি বলেন, “ছাত্ররা রাস্তায় নেমেছিল, আমরাও তাদের সঙ্গে ছিলাম। এই বিপ্লব জনগণের জয়। এই জয়কে কেউ ছিনিয়ে নিতে পারবে না।” তিনি জোর দিয়ে বলেন, “যারা ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব।”