সোমবার, ১০ই মার্চ, ২০২৫| সন্ধ্যা ৬:৩২

তিস্তার পানির দাবিতে গণপদযাত্রায় লাখো মানুষের ঢল

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
তিস্তার পানির দাবিতে গণপদযাত্রায় মানুষের ঢল

তিস্তার পানির দাবিতে গণপদযাত্রায় লাখো মানুষের ঢল

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ গণপদযাত্রায় অংশ নেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাটের তিস্তা সেতুর পয়েন্ট থেকে কাউনিয়া অভিমুখে পদযাত্রাটি শুরু হয়, যেখানে হাজারো আন্দোলনকারী ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ এবং ‘দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা’ স্লোগানে অংশ নেন।

এ আন্দোলনের নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, “তিস্তায় পানির অভাবে নদীপাড়ের কৃষকরা আজ বিপর্যয়ের সম্মুখীন। শুষ্ক মৌসুমে পানি না থাকায় তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর বর্ষায় উজানের পানির ঢলে ঘরবাড়ি ও জমি সব কিছু ক্ষতিগ্রস্ত হয়।”

গণপদযাত্রায় অংশ নেয়া কৃষক আকবর আলী জানান, “এ আন্দোলন আমাদের অস্তিত্ব রক্ষার। আমরা বেশি কিছু চাই না, শুধু চাই যাতে আমাদের জমি তিস্তায় হারিয়ে না যায়।” এসময় আন্দোলনকারীরা তিস্তা নদী থেকে ন্যায্য পানি বণ্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান।

গত সোমবার থেকে তিস্তা অববাহিকার ১১৫ কিলোমিটারজুড়ে তিস্তা নদী রক্ষা ও পানির হিস্যা দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে স্থানীয়রা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া দলের শীর্ষ নেতারা বিভিন্ন পয়েন্টে অংশ নেন এবং সন্ধ্যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, “এ আন্দোলনটি কোন দল বা গোষ্ঠীর নয়, এটি পুরো এলাকার মানুষের প্রাণের দাবি। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত