শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| ভোর ৫:২৭

চীনের সামরিক মহড়ার জবাবে সেনা পাঠিয়েছে তাইওয়ান

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
চীনের সামরিক মহড়ার জবাবে সেনা পাঠিয়েছে তাইওয়ান

চীনের সামরিক মহড়ার জবাবে সেনা পাঠিয়েছে তাইওয়ান

তাইওয়ানকে চাপে রাখতে চীন প্রায়ই দ্বীপটির চারপাশে সামরিক টহল ও মহড়া চালায়, এবং প্রায়ই অভিযোগ ওঠে যে চীনা বাহিনী তাইওয়ানের আকাশসীমা অতিক্রম করে। এবার, চীন বিনা সতর্কতায় যুদ্ধের আদলে একটি বড় সামরিক মহড়া শুরু করল তাইওয়ানের উপকূলীয় এলাকায়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) চীনা সামরিক বাহিনী ৩২টি যুদ্ধবিমান এবং ১৪টি নৌযান নিয়ে তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলে মহড়া চালাতে শুরু করে। এই ঘটনায় তাইওয়ান পাল্টা পদক্ষেপ হিসেবে উপকূলে নিজেদের সেনা ও নৌ বাহিনী মোতায়েন করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এদিন সকাল থেকে চীনা বাহিনীর যুদ্ধবিমান ও রণতরী দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে প্রায় ৪৬ মাইল দূরে জড়ো হতে থাকে, এবং কিছু বিমান দ্বীপটির আকাশসীমায় প্রবেশ করে। মহড়ায় গুলি ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে তাইওয়ান।

তাইওয়ান পরবর্তীতে দ্রুত উপকূলে তাদের সেনা ও নৌ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সতর্কতা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়।

চীনের এই পদক্ষেপে আন্তর্জাতিক ফ্লাইট ও জাহাজের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে তীব্র নিন্দা জানিয়ে তাইওয়ান। এ ঘটনাকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি সুস্পষ্ট উসকানি হিসেবেও অভিহিত করেছে দ্বীপটি। তবে মহড়ার বিষয়ে চীন কোনো মন্তব্য করেনি।

চীনের সামরিক মহড়া এবং যুদ্ধবিমান ও রণতরীর টহল কয়েক বছর ধরে তাইওয়ানের চারপাশে বেড়েছে। সার্বভৌমত্বের দাবি ছেড়ে দেওয়ার জন্য তাইওয়ানের ওপর চাপ তৈরি করতে এসব পদক্ষেপ নিচ্ছে চীন, কিন্তু তাইওয়ান এসব দাবির কাছে নতি স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি