শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:২২

উত্তর গাজায় তীব্র পানির সংকট, ১০ দিনে একবার গোসল করতে বাধ্য বাসিন্দারা

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
উত্তর গাজায় তীব্র পানির সংকট, ১০ দিনে একবার গোসল করতে বাধ্য বাসিন্দারা

উত্তর গাজায় তীব্র পানির সংকট, ১০ দিনে একবার গোসল করতে বাধ্য বাসিন্দারা

গাজার বাইত লাহিয়ায় ধ্বংসস্তূপের মধ্যে তাঁবু খাটিয়ে পরিবার নিয়ে বসবাস করছেন ফাতিন আবু হালুব। স্বামী, পাঁচ সন্তান ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে সংকটময় জীবনে সবচেয়ে ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে পানির অভাব।

প্রতিদিন সকালে ফাতিন ও তার স্বামী কারাম পানির সন্ধানে বের হন। কখনো বৃদ্ধ শ্বশুরও তাদের সঙ্গে যান, যা গাজার ঐতিহ্য অনুযায়ী অকল্পনীয়। কিন্তু যুদ্ধ সব বদলে দিয়েছে। কারামের দুই ভাইও পানির খোঁজ করেন, কিন্তু তা শেষ হয়ে গেলে পুরো পরিবার মিলে পথে নেমে পড়ে।

উত্তর গাজায় পানির সংকট এতটাই চরমে পৌঁছেছে যে, কেউ কেউ ১০ দিন পর একবার গোসলের সুযোগ পাচ্ছেন। অক্সফামের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় উত্তর গাজায় যুদ্ধ-পূর্ব সময়ের মাত্র ৭ শতাংশ পানি সরবরাহ রয়েছে।

ফাতিন বলেন, “আমাদের ঘর চিনতে পারছি না, সব ধ্বংস হয়ে গেছে। এখানে বেঁচে থাকা অসম্ভব—না পানি, না বিদ্যুৎ, না অবকাঠামো। কখনো মনে হয়, যুদ্ধে মরে গেলেই ভালো ছিল!”

স্থানীয়দের জন্য কখনো কখনো পানিবাহী ট্রাক আসলেও ভিড়ের কারণে অনেকেই তা পান না। বাধ্য হয়ে পরিবারগুলো কঠোর নিয়ম মেনে পানি ব্যবহার করছে—একজন প্রতিদিন গোসল করলে, একজনের পালা আসে ১০ দিনে একবার।

“আগে প্রতিদিন বা একদিন পরপর বাচ্চাদের গোসল করাতাম,” বলেন ফাতিন। “এখন কল থেকে পানি পাওয়াও স্বপ্নের মতো মনে হয়।”

যুদ্ধ থেমেছে বলে ঘোষণা এলেও বাস্তবতা ভিন্ন। গাজাবাসীর জীবনযাত্রায় এখনো ধ্বংসের ছায়া রয়ে গেছে, যেখানে প্রতিদিন বেঁচে থাকাটাই কঠিন এক যুদ্ধ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি