মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| দুপুর ২:৫৪

বিশ্বরেকর্ড গড়া রাজস্থান এবার ১০০ রানে হার, ছিটকে গেল আইপিএল থেকে

প্রতিবেদক
staffreporter
মে ২, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ
বিশ্বরেকর্ড গড়া রাজস্থান এবার ১০০ রানে হার, ছিটকে গেল আইপিএল থেকে

বিশ্বরেকর্ড গড়া রাজস্থান এবার ১০০ রানে হার, ছিটকে গেল আইপিএল থেকে

মাত্র আগের ম্যাচেই ১৫.৫ ওভারে ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে বিশ্বরেকর্ড গড়েছিল রাজস্থান রয়্যালস। অথচ পরের ম্যাচেই তারা ধসে পড়ে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় এবং মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১০০ রানে হার মানে। এই হারের মধ্য দিয়ে চলতি আইপিএল থেকে বিদায় নেয় রাজস্থান, যারা ২০০৮ সালের প্রথম আসরের চ্যাম্পিয়ন ছিল। চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় দল হিসেবে এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা।

গতকাল জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের ১১৬ রানের দুর্দান্ত ওপেনিং জুটিতে মুম্বাই পায় শক্ত ভিত। রিকেলটন ৩৮ বলে ৬১ এবং রোহিত ৩৬ বলে করেন ৫৩ রান। এরপর ২৩ বল করে ৪৭ রান করে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। এই দুই ব্যাটারের ঝোড়ো ইনিংসে ভর করে মুম্বাই ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে তোলে ২১৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে রাজস্থানের ব্যাটিংয়ে। আগের ম্যাচে সেঞ্চুরি করা ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী এবার কোনো রান না করেই দীপক চাহারের বলে আউট হন। যশস্বী জয়সওয়ালও বড় কিছু করতে পারেননি, মাত্র ১৩ রান করে বোল্টের বলে বোল্ড হয়ে যান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রাজস্থান শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায়।

দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন পেসার জোফরা আর্চার, অধিনায়ক রিয়ান পরাগ করেন ১৬ এবং শুভম দুবে ১১ রান। মুম্বাইয়ের হয়ে বোল্ট ও কার্ন শর্মা ৩টি করে এবং বুমরাহ ২টি উইকেট নেন। রাজস্থানের বিপক্ষে দুর্দান্ত জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে মুম্বাই, যারা প্রথম পাঁচ ম্যাচে চারটি হারলেও পরবর্তী ছয় ম্যাচে টানা জিতেছে।

বিশ্বরেকর্ডের গৌরবের ঠিক পরেই এত বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে এবার বিদায়ের সুর বাজলো রাজস্থানের জন্য। এই হারের পর তাদের আইপিএল ২০২৫-এর স্বপ্ন এখানেই শেষ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি