সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে আবারও ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে। গত ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার ভোরে এই হামলা চালানো হয়। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ভূমধ্যসাগরের দিক থেকে এসে লাতাকিয়া শহর ও এর আশপাশের এলাকায় বোমাবর্ষণ করে। এতে বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়, তবে স্থানীয়রা জানিয়েছেন, বিকট বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লাতাকিয়া বন্দরের কাছাকাছি এলাকায় বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র মোকাবিলা করার চেষ্টা করেছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানে, যার ফলে আগুন লেগে যায়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আকাশে আলোর ঝলকানি আর গোলার শব্দে আমরা ভয়ে কাঁপছিলাম।” সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লাতাকিয়ার আকাশে আগুন আর ধোঁয়ার কুণ্ডলী।
ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ধারণা করা হচ্ছে, এটি হিজবুল্লাহ বা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে চালানো হয়েছে। লাতাকিয়া আসাদ পরিবারের শক্ত ঘাঁটি এবং রাশিয়ার হামেইমিম বিমানঘাঁটির কাছাকাছি হওয়ায় এই হামলা গুরুত্বপূর্ণ। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এটি অস্ত্রের গুদামে আঘাত হানার কারণে বড় বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু এই হামলায় আমাদের জীবন আবারও বিপন্ন।” গত কয়েক মাসে ইসরায়েল সিরিয়ায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে, বিশেষ করে আসাদ সরকারের পতনের পর। এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।