সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ১১:১৫

ধানমন্ডি ৩২-এ হামলায় ছাত্রদলের সম্পৃক্ততা নেই: নাছির

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ
ধানমন্ডি ৩২-এ হামলায় ছাত্রদলের সম্পৃক্ততা নেই: নাছির

ধানমন্ডি ৩২-এ হামলায় ছাত্রদলের সম্পৃক্ততা নেই: নাছির

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদল জড়িত নয় বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ঢাকা কলেজে আয়োজিত এক কর্মসূচিতে তিনি বলেন, ‘ছাত্রদল নয়, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার একটি অংশ ৩২ নম্বরে হামলায় জড়িত।’

তিনি আরও বলেন, ‘সরকার এখনো ছাত্রলীগের কোনো শীর্ষ নেতাকে গ্রেপ্তার করতে পারেনি এবং কার্যকর কোনো পদক্ষেপও নেয়নি। অবিলম্বে ছাত্রলীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে হবে।’

এদিন ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও শাস্তির দাবিতে এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে।

কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল নেতারা ঢাকা কলেজের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন নাছির। কর্মসূচি শেষে ছাত্রলীগবিরোধী একটি মিছিল বের করে তারা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ