ওয়েস্ট ইন্ডিজের কাছে আবারও হারলো বাংলাদেশ নারী দল
মাত্র তিন মাস আগেই বিশ্বকাপে ৮ উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ সেই দুঃস্মৃতি আরও একবার মনে করিয়ে দিলো ক্যারিবিয়ান নারী দল। সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ৮ উইকেটের ব্যবধানে পরাজিত হলো নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ।
সেন্ট কিটসে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৪৪ রানের সংগ্রহ গড়ে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যিনি দুর্দান্ত এক ফিফটি তুলে নেন। শারমিন আক্তার ৪১ বলে ৩৭ রান করে তার সঙ্গে জুটি গড়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তৃতীয় উইকেটে তাদের ৬২ বলে ৮২ রানের পার্টনারশিপের সৌজন্যে বাংলাদেশ ১৪০ রানের মাইলফলক পার করে।
তবে রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান অধিনায়ক হেইল ম্যাথুস এবং ডিয়ান্ড্রা ডটিনের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে অসহায় ছিল টাইগ্রেসদের বোলিং লাইনআপ। ম্যাথুস ৫৪ বলে অপরাজিত ৬০ রান করেন। অন্যদিকে, ডটিন ২২ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ১৭তম ওভারেই জয় এনে দেন। তার ২১ বলে ফিফটি নারীদের টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড।
ফাহিমা খাতুন দুইটি উইকেট শিকার করলেও ক্যারিবিয়ান ব্যাটিং ঝড়ে সেটা ছিল পর্যাপ্ত নয়।
পরবর্তী ম্যাচ:
সিরিজের দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় শনিবার ভোরে। টাইগ্রেসরা কি এবার ঘুরে দাঁড়াতে পারবে? ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেই ম্যাচের দিকেই।