শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| ভোর ৫:২৮

হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ ফিচারে ত্রুটি, বাড়ছে গোপনীয়তা নিয়ে উদ্বেগ

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২৭, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
ফোন ও সোশ্যাল মিডিয়ার বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ ফিচারে ত্রুটি, বাড়ছে গোপনীয়তা নিয়ে উদ্বেগ

বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ ফিচারটি ছবি, ভিডিও এবং ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে অত্যন্ত পছন্দের একটি অপশন। তবে সম্প্রতি এই ফিচারে ত্রুটি ধরা পড়েছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে।

বিশেষজ্ঞদের মতে, একবার দেখার পর মেসেজ মুছে যাওয়ার কথা থাকলেও আইফোনে একটি লুপহোলের মাধ্যমে সেটি আবার দেখা সম্ভব। এই ত্রুটির ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা হুমকির মুখে পড়েছে।

কিভাবে ‘ভিউ ওয়ান্স’ মেসেজ পুনরায় দেখা সম্ভব?
১. হোয়াটসঅ্যাপের সেটিংসে যান।
২. স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ক্লিক করুন।
৩. ম্যানেজ স্টোরেজ নির্বাচন করুন।
৪. স্ক্রোল করে সংশ্লিষ্ট কনট্যাক্টের নাম খুঁজে বের করুন।
৫. সেই কনট্যাক্টে ট্যাপ করে সর্ট বাই নিউয়েস্ট ফার্স্ট নির্বাচন করুন।
৬. এরপর ‘ভিউ ওয়ান্স’ মেসেজটি দৃশ্যমান হলে সেটি পুনরায় দেখা সম্ভব।

এই ত্রুটি নিয়ে ব্যবহারকারীরা শঙ্কিত, বিশেষ করে যারা স্পর্শকাতর তথ্য বা বার্তা পাঠানোর সময় এই ফিচারটি ব্যবহার করেন। তারা ধারণা করেন, মেসেজটি একবার দেখার পর মুছে যাবে এবং আর কেউ সেটি দেখতে পারবে না।

বিশেষজ্ঞরা আশা করছেন, হোয়াটসঅ্যাপ দ্রুত এই সমস্যার সমাধান করবে। কারণ ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিত করাই প্ল্যাটফর্মটির অন্যতম প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি