চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে দাপট দেখাল পিএসজি, ডর্টমুন্ড ও জুভেন্টাস
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির হাইভোল্টেজ ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের আলো কেড়ে নিলেও প্লে-অফ পর্বেও জমজমাট লড়াই হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এই পর্বের বিজয়ীরা রাউন্ড অব সিক্সটিনে লিগ পর্বের শীর্ষ আট দলের সঙ্গে যোগ দেবে।
পিএসজি মুখোমুখি হয়েছিল নিজ দেশের ক্লাব ব্রেস্তের বিপক্ষে। ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ফরাসি চ্যাম্পিয়নরা ৩-০ গোলের সহজ জয় পেয়েছে। ২১তম মিনিটে ভিতিনিয়ার পেনাল্টিতে এগিয়ে যায় পিএসজি। বিরতির আগে দেম্বেলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়, আর ৬৬তম মিনিটে আবারও দেম্বেলে স্কোরশিটে নাম লেখান। এই জয়ে এক পা রাউন্ড অব সিক্সটিনে দিয়ে রেখেছে তারা।
বরুশিয়া ডর্টমুন্ডও একই ব্যবধানে স্পোর্তিং লিসবনকে হারিয়েছে। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে গুউরাসি, ৬৮ মিনিটে গ্রস এবং ৮২ মিনিটে আদিয়েমির গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে গত আসরের রানার্সআপরা।
অন্যদিকে, জুভেন্টাস ২-১ গোলে হারিয়েছে ডাচ ক্লাব পিএসভি আইন্দহফেনকে। রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে নিয়ে ইতালিয়ান জায়ান্টরাও রাউন্ড অব সিক্সটিনের পথে এগিয়ে গেছে।
চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের ফলাফল:
🔹 ব্রেস্ত ০ – ৩ পিএসজি
🔹 বরুশিয়া ডর্টমুন্ড ৩ – ০ স্পোর্তিং লিসবন
🔹 জুভেন্টাস ২ – ১ পিএসভি আইন্দহফেন