শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| ভোর ৫:১৩

রণবীর কাপুরের ‘প্রথম বিয়ে’ নিয়ে অনুরাগীদের চমক!

প্রতিবেদক
staffreporter
মার্চ ২২, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ
রণবীর কাপুরের 'প্রথম বিয়ে' নিয়ে অনুরাগীদের চমক!

রণবীর কাপুরের ‘প্রথম বিয়ে’ নিয়ে অনুরাগীদের চমক!

রণবীর কাপুরের প্রেমজীবন সবসময়ই আলোচনার কেন্দ্রে ছিল। ছোটবেলা থেকেই নারীসঙ্গপ্রিয় রণবীর এখন পুরোপুরি ফ্যামিলি ম্যান। স্ত্রী আলিয়া ভাট ও কন্যা রাহাকে নিয়ে সুখী সংসার করছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর এমন এক তথ্য প্রকাশ করেছেন, যা শুনে অবাক তার ভক্তরা!

এক প্রশ্নের জবাবে রণবীর জানান, আলিয়া নাকি তার প্রথম স্ত্রী নন! তার আগেও এক ‘বিয়ে’ হয়েছিল, যদিও তা বেশ অদ্ভুত।

রণবীর বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে এক ভক্ত তার বাড়ির সামনে এসে পুরোহিত ডেকে সম্পূর্ণ রীতি মেনে বিয়ের আয়োজন করেন! তিনি বাড়িতে না থাকলেও, সেই নারী তার বাংলোর গেটের সামনে তিলক কেটে, মন্ত্র পড়ে, ফুল ছিটিয়ে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এ বিষয়ে রণবীর মজার ছলে বলেন, “আমার সেই ‘প্রথম স্ত্রী’র সঙ্গে কখনো দেখা হয়নি! কে জানে, হয়তো ভবিষ্যতে দেখা হবে!”

রণবীরের এই স্বীকারোক্তি শুনে ভক্তদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও এটি নিছকই মজার ঘটনা, তবু অনেকে বলছেন, তার জনপ্রিয়তা সবসময়ই ছিল আকাশছোঁয়া, আর এই ঘটনা তারই প্রমাণ!

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি