ঢাকায় জিকা ভাইরাসের নতুন রোগী শনাক্ত
রাজধানীতে এডিস মশাবাহিত জিকা ভাইরাসের নতুন রোগী শনাক্ত হয়েছে। গত তিন মাসে অন্তত আটজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত বছরও পাঁচজন জিকা রোগী শনাক্ত হয়েছিল, তবে তারা চিকিৎসার পর বর্তমানে ঝুঁকিমুক্ত।
আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বুধবার (২৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন এবং জানান যে, ঢাকায় জিকা ভাইরাস পাওয়া যাচ্ছে, তবে রোগীর সংখ্যা এখনো খুবই কম। সন্দেহভাজন ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষা করার সময় জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।
তাহমিনা শিরীন আরও বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া এবং সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। তবে, এ বছর যে রোগীরা শনাক্ত হয়েছেন তারা সবাই ঢাকার বাসিন্দা। তিনি আরও জানান, বর্তমানে কোনো রোগী হাসপাতালে ভর্তি নেই এবং সকলেই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত বছরও পাঁচজন জিকা রোগী শনাক্ত হয়েছিল এবং তারা এখন ঝুঁকিমুক্ত।
২০১৪ সালে দেশে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয়। এটি একটি ভাইরাসজনিত রোগ যার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, তবে উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে রোগের উপসর্গ দেখা যায় না। আইইডিসিআর জানিয়েছে, জিকা আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরলজাতীয় খাবার খেতে হবে এবং জ্বর বা ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। রোগীর অবস্থার অবনতি হলে স্থানীয় সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে।