শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:২২

মেডিকেল ভর্তিতে কোটা পদ্ধতির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২০, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ

মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টায় হলপাড়া থেকে শুরু হওয়া মিছিলটি ভিসি চত্বর, টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠিত হচ্ছে

র‍্যাগিংয়ের দায়ে শাস্তি পাওয়া ১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার

বিক্ষোভকারীরা কোটাবিরোধী স্লোগান দেন এবং দাবি করেন, কোটা পদ্ধতির কারণে মেধাবীদের প্রতি বৈষম্য হচ্ছে। তারা বলেন, “কোটা আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূর করতে রাজপথে নামতে হয়েছিল, কিন্তু এখনো সেই বৈষম্য রয়ে গেছে। কেউ কম নম্বর পেয়ে চান্স পায়, আবার কেউ বেশি নম্বর পেয়েও বঞ্চিত হয়। এ ধরনের অবস্থা আমাদের ভাইদের আত্মত্যাগের প্রতি অসম্মান।”

তারা আরও দাবি করেন, অবিলম্বে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল এবং সব চাকরি পরীক্ষায় অযৌক্তিক কোটা প্রথা বিলুপ্ত করতে হবে। অন্যথায় সরকারকে কঠোর আন্দোলনের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি