সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ১১:৩৫

৫০ লাখ ডলারে কেনা যাবে মার্কিন নাগরিকত্ব, ট্রাম্পের বিস্ফোরক প্রস্তাব!

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
৫০ লাখ ডলারে কেনা যাবে মার্কিন নাগরিকত্ব, ট্রাম্পের বিস্ফোরক প্রস্তাব!

৫০ লাখ ডলারে কেনা যাবে মার্কিন নাগরিকত্ব, ট্রাম্পের বিস্ফোরক প্রস্তাব!

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বিপ্লব ঘটাতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আর দীর্ঘ প্রক্রিয়া নয়, ৫০ লাখ ডলার দিলেই মিলবে মার্কিন নাগরিকত্ব! স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য চালু হতে যাচ্ছে বিশেষ “গোল্ড কার্ড”, যা নাগরিকত্বের পথ খুলে দেবে।

ট্রাম্পের দাবি, এই প্রস্তাব বাস্তবায়ন হলে এক মিলিয়ন বা ১০ লাখ “গোল্ড কার্ড” বিক্রির সম্ভাবনা রয়েছে, যা দ্রুত যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ পরিশোধে বড় ভূমিকা রাখবে। তার কথায়, “আমরা গোল্ড কার্ড বিক্রির পরিকল্পনা করেছি, যা গ্রিন কার্ডের সুবিধাও দেবে। ধনী বিদেশিরা এটি কিনে আমাদের দেশে আসতে পারবেন, এখানে অর্থ বিনিয়োগ করবেন, কর দেবেন এবং কর্মসংস্থান তৈরি করবেন।”

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আমরা এই কার্ডের মূল্য নির্ধারণ করেছি ৫০ লাখ ডলার। এটি কিনলেই গ্রিন কার্ড এবং পরবর্তী সময়ে নাগরিকত্বের সুযোগ মিলবে। এটি এমন এক অফার, যা ধনী ব্যক্তিদের জন্য আমেরিকার দরজা খুলে দেবে।”

নতুন এই নীতির মাধ্যমে প্রচলিত “ইবি-৫ প্রোগ্রাম” বিলুপ্ত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে এই প্রোগ্রামের আওতায় বিদেশি বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে গ্রিন কার্ড পেয়ে থাকেন। কিন্তু ট্রাম্পের নতুন পরিকল্পনায়, বিনিয়োগ নয়—সরাসরি ৫০ লাখ ডলার দিলেই মিলবে “গোল্ড কার্ড”, যার অর্থ সরাসরি সরকারি তহবিলে যাবে এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ঘাটতি পূরণে সহায়তা করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন, “আগামী দুই সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া চালু হবে। এর জন্য কংগ্রেসের অনুমোদন দরকার বলে আমি মনে করি না।” তবে কীভাবে এই “গোল্ড কার্ড” পাওয়া যাবে বা পুরো প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বিশ্বজুড়ে এই ঘোষণার পরপরই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ এটিকে আমেরিকায় বসবাসের সহজ সুযোগ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এটি ধনী বিদেশিদের জন্য এক ধরনের ‘নাগরিকত্ব বিক্রির’ পরিকল্পনা, যা যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও অভিবাসন নীতির পরিপন্থী।

ট্রাম্প প্রশাসন শুরু থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক নীতি বাস্তবায়ন করে যাচ্ছেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো, কঠোর শুল্ক নীতি আরোপ এবং এবার “গোল্ড কার্ড” চালুর ঘোষণা সেই ধারাবাহিকতাকেই আরও শক্তিশালী করল। এখন দেখার বিষয়, বাস্তবে এই প্রক্রিয়া কতটা সফল হয় এবং এটি মার্কিন অভিবাসন নীতিতে কী ধরনের পরিবর্তন আনে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ