চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ, দুই বাংলাদেশি আহত
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ‘নো ম্যানস ল্যান্ড’ এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্তবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাছ কাটাকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে, যাতে আহত হয়েছেন দুই বাংলাদেশি। আহতরা হলেন ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের রনি এবং কারিগঞ্জ গ্রামের ফারুক। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সংঘর্ষ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা অব্যাহত ছিল।
ঘটনার সময় ভারতীয় সীমান্তের নাগরিকরা বাংলাদেশের দিকে হাতবোমা ছুড়ে মারে, আর বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠি, সোঁটা, ও হাসুয়া নিয়ে সীমান্তে অবস্থান নেয়। উত্তেজনা কিরণগঞ্জ সীমান্ত থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়ে চৌকা সীমান্ত পর্যন্ত, যা প্রায় তিন কিলোমিটার এলাকায় বিস্তৃত। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এদিকে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভারতীয় নাগরিকরা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে প্রায় ৩০টি আম গাছ ও শতাধিক বরই গাছ কেটে ফেলেছে। সীমান্ত এলাকায় উপস্থিত থাকা ফারুক মোটরসাইকেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করার সময় মাথায় পাথরের আঘাতে গুরুতর আহত হন। অন্যদিকে, রনি বাঁশ হাতে সীমান্তে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভারতীয়দের আক্রমণের শিকার হন এবং আহত হন।
এ বিষয়ে বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সংঘর্ষের ফলে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।