রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:০১

লেবাননে প্রাণঘাতী হামলা ইসরায়েলের, গাজায় নিহত আরও ২১

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১১, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
লেবাননে প্রাণঘাতী হামলা ইসরায়েলের, গাজায় নিহত আরও ২১

লেবাননে প্রাণঘাতী হামলা ইসরায়েলের, গাজায় নিহত আরও ২১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ২১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) ভোর থেকে চালানো এই হামলায় বহু মানুষ আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৪৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং লক্ষাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, লেবাননেও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। একই সঙ্গে ইয়েমেনের হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতেও আক্রমণ চালিয়েছে তারা। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১১ জানুয়ারি) ইসরায়েলি হামলার শিকার লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কিছু লোক নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেনের রাজধানী সানা সংলগ্ন বিদ্যুৎকেন্দ্র, হোদেইদাহ ও রাস ইসার বন্দরসহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মেনে চলার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে ইসরায়েল।

এদিকে, আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) সতর্ক করেছে যে, গাজার হাসপাতালগুলোতে জ্বালানি সংকট দেখা দেওয়ায় রোগীদের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকেই গাজায় ইসরায়েল অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ অসংখ্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। পরিস্থিতি ক্রমেই আরও গুরুতর আকার ধারণ করছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ