বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৫ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
জুলাই গণঅভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লক এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রয়েছেন—ডা. আবু তোরাব আলী মিম (কার্ডিওলজি বিভাগের মেডিকেল অফিসার), ডা. রিয়াজ সিদ্দিকী (চর্ম ও যৌন রোগ বিভাগের মেডিকেল অফিসার), হাসপাতালের পেইন্টার নিতীশ রায়, সহকারী ড্রেসার শহিদুল ইসলাম, সুইপার সন্দীপ, এবং আরও অনেক কর্মকর্তা-কর্মচারী।
অফিস আদেশে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে এই বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সম্মুখে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
এদিকে, সাময়িক বরখাস্তকালীন সময়ে উল্লিখিত কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন, তবে তাদের চাকরি নিয়ন্ত্রিত থাকবে।
এ আদেশ ২০২৫ সালের ৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।