শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| রাত ৯:১৩

নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে পারবে আ.লীগ: সিইসি

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৩০, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে পারবে আ.লীগ: সিইসি

নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে পারবে আ.লীগ: সিইসি

সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে দলটির নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রামের সার্কিট হাউসে আয়োজিত ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এই মন্তব্য করেন।

সিইসি বলেন, “নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। ডানে-বামে বা বিদেশি কোনো প্রভাব আমাদের ওপর নেই। আমরা শুধু বিবেকের চাপে আছি। এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব। তবে আমরা চেষ্টা করব, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে।”

আওয়ামী লীগ বা অন্য কোনো দল নিষিদ্ধ হলে তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, “সরকার বা আদালত যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাহলে তারা নির্বাচন করতে পারবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো বাধা নেই।”

বিগত নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, “এটি নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমাদের কমিশন এমন কোনো পরিকল্পনা করছে না। ওনাদের সুপারিশনামা এখনো পাইনি। ফলে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হয়নি।”

সিইসি জানান, নির্বাচনে জনগণের আস্থা ফেরানোর জন্য কমিশন বিশেষ উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, “ভোটারদের আস্থা ফেরাতে আমরা বাড়ি বাড়ি যাব। ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন করব। যেসব ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের অন্তর্ভুক্ত করব।”

তিনি আরও বলেন, “এবারের নির্বাচন আগের মতো হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার। তবে এটি সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।”

সিইসি আরও উল্লেখ করেন, নির্বাচনী পরিবেশ ভালো রাখতে কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তিনি বলেন, “এবার আমরা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করব, তাদের সমস্যা শুনব এবং তা সমাধানের চেষ্টা করব।”

নির্বাচন কমিশনের এই উদ্যোগ জনগণের মধ্যে আস্থা তৈরি করতে পারে কিনা, তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। তবে সিইসি তার বক্তব্যে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি