রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:০৩

প্রথমবার বাবা হওয়ার পর অপরাধবোধে ভুগছেন বরুণ ধাওয়ান

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৯, ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ণ

প্রথমবার বাবা হওয়ার পর অপরাধবোধে ভুগছেন বরুণ ধাওয়ান

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান চলতি বছরের ৩ জুন প্রথমবার বাবা হয়েছেন। তার স্ত্রী নাতাশা দলালের কোলজুড়ে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান, যার নাম রেখেছেন লারা। তবে বরুণ তার মেয়ের কোনো ছবি এখনো প্রকাশ্যে আনেননি।

২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের প্রেম শেষে নাতাশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ। তিন বছরের মাথায় তারা সন্তানের বাবা-মা হন। কিন্তু বাবা হওয়ার পর বরুণের জীবন হয়ে উঠেছে ভীষণ ব্যস্ত। একের পর এক সিনেমার কাজের চাপে তিনি ভোর চারটায় উঠে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, দিনশেষে ক্লান্ত হয়ে ফিরছেন। মেয়েকে সময় দেওয়া তো দূরে থাক, তাকে ছুঁয়ে দেখার সময়ও পাচ্ছেন না বলে জানান বরুণ।

অপরাধবোধে ভোগা এবং মেয়েকে মিস করা
সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ বলেন, “আজকাল ভীষণ অপরাধবোধে ভুগছি। মেয়েকে কোলে নিয়ে ঘোরাতে পারছি না। সারাদিন বড্ড মিস করি ওকে। এমনভাবে আগে কখনো কাউকে মিস করিনি যেটা এখন মেয়ের ক্ষেত্রে হচ্ছে।”

বর্তমানে বরুণের কাজের ব্যস্ততা তুঙ্গে। তার “সিটাডেল: হানি বানি” সিরিজ সম্প্রতি মুক্তি পেয়েছে এবং চলতি মাসেই “বেবি জন” সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তবে এত ব্যস্ততার মাঝেও মেয়ের শৈশব দেখা থেকে বঞ্চিত হওয়া কি না বরুণের জন্য এক বিরাট আক্ষেপ হয়ে থাকবে, তা এখনো নিশ্চিত নয়। পিতৃত্বকালীন ছুটি নেওয়ার বিষয়ে বরুণ স্পষ্ট কিছু বলেননি।

তবে ভক্তদের আশা, বরুণ কাজের চাপ কমিয়ে তার ছোট্ট মেয়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং তাদের সম্পর্ক আরও গভীর হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ