সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ রায়ের মাধ্যমে সংবিধানে গণভোটের বিধানও ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে জানান, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল এবং এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে।
আদালত বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। তবে সংশোধনীটি পুরোপুরি বাতিল না করে এর কিছু অংশ কার্যকর রাখা হয়েছে।
রায়ে আরও বলা হয়, সংবিধানের মূল কাঠামো গণতন্ত্র এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। সংবিধানের সৌন্দর্য হলো জনগণের ক্ষমতায়ন এবং জনগণই সকল ক্ষমতার উৎস।
এর আগে ৫ ডিসেম্বর, সংশোধনীর বৈধতা নিয়ে শুনানি শেষে আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করেছিলেন আদালত। রিটকারী সংগঠন সুজনসহ একাধিক পক্ষের পক্ষে শুনানি করেন বিশিষ্ট আইনজীবীরা।
২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি জাতির জনক হিসেবে শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেওয়া হয় এবং নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৫০ করা হয়।
তবে আদালত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার এই সিদ্ধান্ত সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। সংশোধনীর এই অংশ বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন বিচারকরা।