শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| ভোর ৫:৫৫

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৫৩ জন

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১১, ২০২৪ ৯:১০ পূর্বাহ্ণ

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৫৩ জন

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তির মধ্যে বরিশাল বিভাগে ২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১০৩, ঢাকা উত্তর সিটিতে ৮৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৮২, খুলনা বিভাগে ৪২ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৪০, ময়মনসিংহ বিভাগে ১২ এবং রংপুর বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে ৫৭১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯৭ হাজার ১৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫৩২ জন মারা গেছেন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি