লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ ইসরায়েলি মন্ত্রীর
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে কোনো মসজিদে স্পিকার ব্যবহারের প্রমাণ পেলে সরাসরি ব্যবস্থা নিতে এবং স্পিকার জব্দ করতে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এই তথ্য জানিয়েছে।
বিরোধী দলগুলো ইতামার বেন গভিরের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। লেবার পার্টির নেতা গিলাদ কারিভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “বেন গভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন। তিনি পরিস্থিতি উত্তপ্ত করার জন্য কাজ করছেন।”
হাদেস-তা’আলের নেতা আহমেদ তিবি এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেছেন, “বেন গভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর ভিত্তি করে কাজ করছেন। এ ধরনের নিষেধাজ্ঞা সমাজে বিভাজন সৃষ্টি করছে।”
তিবি আরও বলেন, “প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার এই দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।”
ইসরায়েলের এই সিদ্ধান্ত দেশটির আরব নাগরিক ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল