বুধবার, ১৪ই মে, ২০২৫| রাত ৯:০৯

জাতীয় সনদ তৈরি হবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায়: আলী রীয়াজ

প্রতিবেদক
staffreporter
মে ৪, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
জাতীয় সনদ তৈরি হবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায়: আলী রীয়াজ

জাতীয় সনদ তৈরি হবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায়: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ মন্তব্য করেছেন যে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতার মাধ্যমে জুলাই সনদ তৈরি করা হবে, যা নতুন বাংলাদেশ গড়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। শনিবার বিকেলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঙ্গে এক সংলাপে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের একটি পর্যায় শেষ হয়েছে এবং রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য হলো রাষ্ট্র গঠনের এই প্রক্রিয়া দ্রুততর করা। তিনি যোগ করেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রামের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, এবং তা ধরে রাখতে এবং এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ভিন্নমত থাকতে পারে, তবে কিছু মৌলিক বিষয় নিয়ে সকলকে এককাতারে থাকতে হবে, বিশেষত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে। এ কাজের জন্য কমিশন আন্তরিকভাবে কাজ করছে। আলী রীয়াজ তার বক্তৃতায় আরও বলেন, তাদের লক্ষ্য একটি বৈষম্যহীন এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা।

এ বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, এবং ড. মুহাম্মদ আইয়ুব মিয়া। বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টা মনির হায়দার।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত