রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৯:৫৩

ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালানোর প্রস্তাব ইসরায়েলি সাবেক সামরিক কর্মকর্তার

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৯, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ

ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালানোর প্রস্তাব ইসরায়েলি সাবেক সামরিক কর্মকর্তার

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইরানি প্রক্সিগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর পরামর্শ দিয়েছেন ইসরায়েলের সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল (রিজার্ভ) ইসরায়েল জিভ। তিনি রোববার (৮ ডিসেম্বর) জেরুসালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

জিভ বলেন, আল-আসাদের পতন এবং তথাকথিত ‘এক্সিস অব রেসিস্ট্যান্স’-এর দুর্বল হয়ে পড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উচিত এই পরিস্থিতি কাজে লাগানো।

তিনি আরও বলেন, এর আগে ইরানি প্রক্সিগুলোর পাল্টা আঘাতের আশঙ্কায় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এখন ইরানের ওপর আরও চাপ প্রয়োগের সময় এসেছে, যাতে দেশটি তাদের পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে না পারে।

ইসরায়েল জিভ জানান, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল এই অভিযান চালাতে পারবে না। ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করতে যে ধরনের শক্তিশালী অস্ত্র এবং বিমান পরিবহন সক্ষমতা প্রয়োজন, তা ইসরায়েলের নেই। তিনি উদাহরণ হিসেবে ৩০ হাজার পাউন্ডের বোমার কথা উল্লেখ করেন, যা যুক্তরাষ্ট্রের কাছে থাকলেও ইসরায়েলের কাছে নেই।

ইরানের পরমাণু কর্মসূচি বিস্তৃত এলাকায় ছড়িয়ে থাকায় হামলার জন্য আরও বড় সামরিক শক্তি প্রয়োজন হবে।

জিভ বলেন, আসাদের পতনের ফলে ইরানের প্রক্সিগুলো সিরিয়া, ইরাক, লেবানন এবং দক্ষিণ ইয়েমেনে দুর্বল হয়ে পড়েছে। এতে ইরান আরও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। হিজবুল্লাহর শক্তি কমে যাওয়ায় লেবাননের পরিস্থিতি বদলেছে।

সিরিয়ায় নতুন শাসকদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পরামর্শ দেন জিভ। তিনি আরও বলেন, ইসরায়েলকে অবশ্যই স্বাধীন কুর্দিস্তান গঠনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করতে হবে। কুর্দিরা ইতিবাচকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী।

জিভের এই মন্তব্য সিরিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির মাঝে ইসরায়েলের কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত দেয়।

সূত্র: জেরুসালেম পোস্ট

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ