পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থকদের নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ১৩ ডিসেম্বর তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সমাবেশ করবে।
ইমরান খান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ২৫ নভেম্বরের প্রাণঘাতী বিক্ষোভ এবং গত বছরের ৯ মে’র সহিংসতায় নিহতদের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত শুরু না হয় এবং গ্রেপ্তারকৃত রাজনৈতিক কর্মীদের মুক্তি না দেওয়া হয়, তবে ১৪ ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে।
তিনি আরও বলেন, ‘এই দাবিগুলো পূরণ না হলে এর জন্য সরকারের ওপর পরিণতি দায় বর্তাবে।’
ইমরান খানের এ ঘোষণার আগে ইসলামাবাদে তার দলের প্রাণঘাতী বিক্ষোভ হয়, যেখানে সহিংসতার ঘটনা ঘটে। তার দলের পক্ষ থেকে সরকারের দমনপীড়নের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছে যে, সমর্থকদের ওপর চাপ সৃষ্টি করে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধের চেষ্টা চলছে।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তানে রাজনৈতিক কর্মীদের অধিকার ফিরিয়ে দিতে হবে।