শনিবার, ২৪শে মে, ২০২৫| ভোর ৫:১৫

গাজায় হামলা বন্ধের আহ্বান গ্রিসের প্রধানমন্ত্রীর, তুরস্ক ইস্যুতেও স্পষ্ট বার্তা

প্রতিবেদক
staffreporter
মে ২৩, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
গাজায় হামলা বন্ধের আহ্বান গ্রিসের প্রধানমন্ত্রীর, তুরস্ক ইস্যুতেও স্পষ্ট বার্তা গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলেছেন, ইসরায়েলকে অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। বৃহস্পতিবার (২২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু। সেদিন দেওয়া এক বক্তব্যে মিতসোতাকিস বলেন, “গত কিছুদিনে গাজায় যা ঘটছে তা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। ইসরায়েলকে অবিলম্বে এসব অভিযান বন্ধ করতে হবে এবং জাতিসংঘসহ অন্যান্য মানবিক সংস্থাকে সহায়তা দিতে হবে, যাতে দ্রুত খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী গাজার মানুষের কাছে পৌঁছাতে পারে।” তিনি স্বীকার করেন, গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ নিয়ে নীরব থাকার কারণে গ্রিস সরকার জনসমালোচনার মুখে পড়েছে, এমনকি বিরোধী দলগুলোরও তীব্র সমালোচনা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নীরব নই। গ্রিস ও ইসরায়েলের কৌশলগত মিত্রতা থাকলেও আমাদের অবশ্যই মিত্রদের কাছে কঠিন সত্যগুলো বলতে হবে।” এছাড়াও তিনি ইউরোপীয় ইউনিয়নের “রিআর্ম ইউরোপ” কর্মসূচিতে তুরস্ককে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গেও মন্তব্য করেন। যদিও গ্রীস ও গ্রীক-সাইপ্রাস প্রশাসন এই উদ্যোগের বিরোধিতা করে আসছে, তথাপি ইউরোপীয় কমিশনের আলোচনায় তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় এসেছে। এ বিষয়ে মিতসোতাকিস বলেন, “এই মুহূর্তে ব্রাসেলসে কী আলোচনা হচ্ছে, সে বিষয়ে অনেক ভুল তথ্য ছড়াচ্ছে। কোনো তৃতীয় দেশের সঙ্গে চুক্তি করতে গেলে—বিশেষ করে প্রার্থী দেশের ক্ষেত্রে—সকল ইইউ সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। গ্রিস ও সাইপ্রাসের যুক্তিসংগত উদ্বেগ অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।” তুরস্কের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমরা একদিকে গ্রিসের স্বার্থ রক্ষায় কাজ করছি, অন্যদিকে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি। এই সম্পর্ক ইতোমধ্যে অভিবাসন, পর্যটন ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফল দিচ্ছে।” তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে শিগগিরই দ্বিপাক্ষিক সহযোগিতা পরিষদের অধীনে একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে, যদিও তারিখ এখনো নির্ধারিত হয়নি।

গাজায় হামলা বন্ধের আহ্বান গ্রিসের প্রধানমন্ত্রীর, তুরস্ক ইস্যুতেও স্পষ্ট বার্তা

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলেছেন, ইসরায়েলকে অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। বৃহস্পতিবার (২২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু।

সেদিন দেওয়া এক বক্তব্যে মিতসোতাকিস বলেন, “গত কিছুদিনে গাজায় যা ঘটছে তা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। ইসরায়েলকে অবিলম্বে এসব অভিযান বন্ধ করতে হবে এবং জাতিসংঘসহ অন্যান্য মানবিক সংস্থাকে সহায়তা দিতে হবে, যাতে দ্রুত খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী গাজার মানুষের কাছে পৌঁছাতে পারে।”

তিনি স্বীকার করেন, গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ নিয়ে নীরব থাকার কারণে গ্রিস সরকার জনসমালোচনার মুখে পড়েছে, এমনকি বিরোধী দলগুলোরও তীব্র সমালোচনা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নীরব নই। গ্রিস ও ইসরায়েলের কৌশলগত মিত্রতা থাকলেও আমাদের অবশ্যই মিত্রদের কাছে কঠিন সত্যগুলো বলতে হবে।”

এছাড়াও তিনি ইউরোপীয় ইউনিয়নের “রিআর্ম ইউরোপ” কর্মসূচিতে তুরস্ককে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গেও মন্তব্য করেন। যদিও গ্রীস ও গ্রীক-সাইপ্রাস প্রশাসন এই উদ্যোগের বিরোধিতা করে আসছে, তথাপি ইউরোপীয় কমিশনের আলোচনায় তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় এসেছে।

এ বিষয়ে মিতসোতাকিস বলেন, “এই মুহূর্তে ব্রাসেলসে কী আলোচনা হচ্ছে, সে বিষয়ে অনেক ভুল তথ্য ছড়াচ্ছে। কোনো তৃতীয় দেশের সঙ্গে চুক্তি করতে গেলে—বিশেষ করে প্রার্থী দেশের ক্ষেত্রে—সকল ইইউ সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। গ্রিস ও সাইপ্রাসের যুক্তিসংগত উদ্বেগ অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।”

তুরস্কের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমরা একদিকে গ্রিসের স্বার্থ রক্ষায় কাজ করছি, অন্যদিকে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি। এই সম্পর্ক ইতোমধ্যে অভিবাসন, পর্যটন ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফল দিচ্ছে।” তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে শিগগিরই দ্বিপাক্ষিক সহযোগিতা পরিষদের অধীনে একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে, যদিও তারিখ এখনো নির্ধারিত হয়নি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
রণবীর সিং ও রণবীর কাপুর নিয়ে দীপিকার মন্তব্য ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

রণবীর সিং ও রণবীর কাপুর নিয়ে দীপিকার মন্তব্য ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

গণমাধ্যমের স্বাধীনতা বেড়েছে, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

গণমাধ্যমের স্বাধীনতা বেড়েছে, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা এএসআই চঞ্চলকে ট্রাইব্যুনালে হাজির

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা এএসআই চঞ্চলকে ট্রাইব্যুনালে হাজির

গাজা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন করবে ফ্রান্স-সৌদি: ম্যাক্রোঁ

গাজা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন করবে ফ্রান্স-সৌদি: ম্যাক্রোঁ

সরকারি সফরে ইতালিতে গেলেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন

সরকারি সফরে ইতালিতে গেলেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন

Galaxy S25 Ultra-এর রঙ নিয়ে অসন্তুষ্টি, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

Galaxy S25 Ultra-এর রঙ নিয়ে অসন্তুষ্টি, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

রোহিত শর্মার অবসর নিয়ে গুজব উড়িয়ে দিলেন ডি ভিলিয়ার্স

রোহিত শর্মার অবসর নিয়ে গুজব উড়িয়ে দিলেন ডি ভিলিয়ার্স

চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, টিউলিপের ক্ষমা চাওয়া উচিত - ড. ইউনূস

চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, টিউলিপের ক্ষমা চাওয়া উচিত – ড. ইউনূস

ইসরায়েলের অপমানজনক পোশাক পোড়ানো উৎসব গাজায়

ইসরায়েলের অপমানজনক পোশাক পোড়ানো উৎসব গাজায়

ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সাইরেনে সতর্কতা

ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সাইরেনে সতর্কতা