শুক্রবার, ১৬ই মে, ২০২৫| ভোর ৫:১৭

গণমাধ্যমের স্বাধীনতা বেড়েছে, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

প্রতিবেদক
staffreporter
মে ১৫, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ
গণমাধ্যমের স্বাধীনতা বেড়েছে, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

গণমাধ্যমের স্বাধীনতা বেড়েছে, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের গণমাধ্যম এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। তিনি দাবি করেন, গত নয় মাসে গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা উপভোগ করছে এবং এটি ফ্যাসিস্ট শাসনের সময়ের তুলনায় অনেক বেশি ইতিবাচক।

বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম জানান, কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকরা চাকরি হারালেও তা গণমাধ্যম মালিকদের নিজস্ব সিদ্ধান্ত এবং নিজেদের স্বার্থে নেওয়া হয়েছে, সরকার এতে হস্তক্ষেপ করেনি।

তিনি বলেন, সরকার চায় গণমাধ্যম একটি প্রাতিষ্ঠানিক রূপ পাক এবং স্বাধীন মত প্রকাশের পরিবেশ বজায় থাকুক। তথ্য মন্ত্রণালয় কিংবা প্রেস সচিব কারো মত প্রকাশে বাধা সৃষ্টি করেনি এবং সরকার গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং কেউ অপরাধে জড়িত না থাকলে তাদের হেনস্তা করা হবে না। ব্যতিক্রম কিছু ঘটনা ছাড়া, মামলা নিয়ে অহেতুক হয়রানি হচ্ছে না বলে জানান তিনি। একই সঙ্গে আশা প্রকাশ করেন, এই পরিস্থিতির দ্রুত সমাধান হবে।

অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল নিয়ে তিনি বলেন, দেড় শতাধিক সাংবাদিকের কার্ড বাতিলের ক্ষেত্রে ভুল হয়েছিল, তবে সেটি সংশোধনের কাজ চলছে এবং শুধুমাত্র প্রকৃত সাংবাদিকরাই শিগগির নতুন কার্ড পাবেন।

এ সেমিনারে আরও বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও ‘আমার দেশ’-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। তিনি বলেন, গত ১৭ বছরের তুলনায় এখন গণমাধ্যম অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে। অতীতে সাংবাদিকরা সরকারের সমালোচনা করলে মামলা ও হয়রানির শিকার হতেন, কিন্তু এখন সমালোচনা করার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে অনেক গণমাধ্যম তোষামোদ আর তেলবাজিতে ব্যস্ত ছিল, কিন্তু এখন মত প্রকাশে স্বাধীনতা এসেছে এবং গণমাধ্যম এখন অনেক বেশি সাহসিকতার সঙ্গে কাজ করতে পারছে—এটাই গণতান্ত্রিক স্বাধীনতার ইঙ্গিত।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত