শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| ভোর ৫:১৩

গাজা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন করবে ফ্রান্স-সৌদি: ম্যাক্রোঁ

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ৮, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
গাজা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন করবে ফ্রান্স-সৌদি: ম্যাক্রোঁ

গাজা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন করবে ফ্রান্স-সৌদি: ম্যাক্রোঁ

গাজার চলমান সংকটে শান্তি ফেরাতে ফ্রান্স, মিশর ও জর্ডান একযোগে আহ্বান জানিয়েছে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার। এর পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বড় ঘোষণা দিয়েছেন—দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য ফ্রান্স ও সৌদি আরব মিলে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। গাজার পরিস্থিতি নিয়ে বিশ্ব নেতারা এখন কূটনীতির পথে হাঁটতে চাইছেন।

সোমবার (৭ এপ্রিল) মিশরের রাজধানী কায়রোর আল-ইত্তেহাদিয়া প্রেসিডেন্সিয়াল প্যালেসে এক ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন হয়। এতে অংশ নেন ম্যাক্রোঁ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আর জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। তিন নেতা গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর আলোচনায় বসেন। তাদের মূল লক্ষ্য ছিল যুদ্ধ থামানো, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং মানবিক সহায়তা পৌঁছানো।

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, “গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে জোর করে উচ্ছেদ করা যাবে না।” তিনি দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর দিয়ে বলেন, “এই সমাধান বাস্তবায়নের জন্য আমরা সৌদি আরবের সঙ্গে একটি আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছি।” তার কথায় ফুটে ওঠে গাজার শান্তির জন্য ফ্রান্সের দৃঢ় প্রতিশ্রুতি।

সিসি বলেন, “গাজা নিয়ে কায়রো আর প্যারিস একই পথে হাঁটছে। আমরা যুদ্ধ বন্ধ চাই, জিম্মিদের মুক্তি চাই।” তিনি জানান, এই বৈঠকে মিশর ও ফ্রান্সের মধ্যে বেশ কিছু সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা আর পরিবহন খাতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা এসেছে। সিসি বলেন, “আমরা গাজার মানুষের পাশে দাঁড়াতে চাই। এটা আমাদের দায়িত্ব।”

বাদশাহ আব্দুল্লাহ গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, “গাজার মানুষ খাবার, ওষুধ ছাড়া বেঁচে আছে। এটা মেনে নেওয়া যায় না।” তিন নেতাই একমত যে, ইসরায়েলি হামলা বন্ধ না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। একজন ফিলিস্তিনি বলেন, “আমরা শান্তি চাই। এই যুদ্ধ আমাদের সব কেড়ে নিয়েছে।”

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলা চলছে। এতে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জানুয়ারিতে যুদ্ধবিরতি হলেও মার্চে তা ভেঙে যায়। এখন গাজায় ধ্বংস আর কষ্ট ছাড়া কিছু নেই। ম্যাক্রোঁ বলেন, “আমরা জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে চাই। এটা এখনই দরকার।”

এই সম্মেলনে ফ্রান্স-সৌদির আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা নতুন আশা জাগিয়েছে। ম্যাক্রোঁ বলেন, “দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। আমরা সৌদি আরবের সঙ্গে এটাকে বাস্তবে রূপ দিতে চাই।” তিনি ইসরায়েলের উচ্ছেদ নীতির বিরোধিতা করে বলেন, “এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শান্তির জন্য এটা বন্ধ হওয়া দরকার।”

মিশর ও ফ্রান্সের চুক্তি গাজার বাইরেও দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করবে। সিসি বলেন, “আমরা ফ্রান্সের সঙ্গে আরও কাছাকাছি এসেছি। এই সহযোগিতা আমাদের জনগণের জন্য ভালো কিছু আনবে।” একজন মিশরীয় বলেন, “এটা আমাদের জন্য গর্বের। গাজার পাশে থাকাটা আমাদের বিশ্বাস।”

জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ আঞ্চলিক শান্তির ওপর জোর দেন। তিনি বলেন, “গাজার সংকট পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করছে। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।” তিন নেতার এই ঐক্য গাজার জন্য একটি আশার আলো দেখাচ্ছে।

(সূত্র: রয়টার্স)

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণা

ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণা

আজকের খেলা (১২ ডিসেম্বর, ২০২৪)

বিএনপিতে আওয়ামী লীগের প্রভাব! সতর্ক করলেন শামা ওবায়েদ

বিএনপিতে আওয়ামী লীগের প্রভাব! সতর্ক করলেন শামা ওবায়েদ

বলিউড তারকাদের বাড়ির দামে শীর্ষে সাইফ আলি খানের 'পটৌডী প্যালেস'

বলিউড তারকাদের বাড়ির দামে শীর্ষে সাইফ আলি খানের ‘পটৌডী প্যালেস’

মঙ্গল গ্রহের নতুন নামকরণের প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক

মঙ্গল গ্রহের নতুন নামকরণের প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক

আজকের নামাজের সময়সূচি (১৮ এপ্রিল, ২০২৫)

আজকের নামাজের সময়সূচি (২১ ফেব্রুয়ারি, ২০২৫)

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবির মৃত্যু

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবির মৃত্যু

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার

একাত্তরে ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইব: জামায়াত আমির 

বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু